ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

শনিবার, ৭ মার্চ, ২০১৫

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য চমৎকার কিছু মিউজিক প্লেয়ার

মিউজিক শুধু আনন্দেরই একটি উৎস নয়, বরং এর মাধ্যমে আমরা মাঝে মাঝে ইন্সপায়ারও হয়ে থাকি। মিউজিক অনেকেরই কাজের প্রেরণা যোগায়। এছাড়া মন খারাপ থাকলেতো এর চাইতে ভালো বন্ধু আর নেই। তবে ভালো মিউজিক শোনার জন্য কিন্তু চমৎকার একটি স্মার্টফোন থাকলেই হয় না, বরং মিউজিক প্লেয়ারও মিউজিকের এক্সপেরিয়েন্স অনেক রিচ করতে সক্ষম হয়। তাই আজকে আপনাদের সামনে কিছু চমৎকার জনপ্রিয় মিউজিক প্লেয়ারের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করবো। হয়তো এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিক প্লেয়ারটি খুঁজে নিতে পারবেন।

১। doubleTwist Music Player



সুবিধা সমূহঃ
  • আপ-টু-ডেট ডিজাইন।
  • কোর অ্যাপটি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন তবে কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য in-app purchase সুবিধা পাবেন।
  • ম্যাজিক রেডিও নামের একটি রেডিও সুবিধা পাবেন যা ব্যবহারের জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে।
  • মিউজিক প্লেয়ারটিতে রয়েছে একটি অপশনাল অ্যালার্ম-ক্লক অ্যাপ যা আপনি ইচ্ছে করলেই ব্যবহার করতে পারবেন।
অসুবিধা সমূহঃ
  • কিছু কিছু ইন-অ্যাপ পারচেস সুবিধা রয়েছে যেগুলো মূলত কোর অ্যাপটিতেই থাকা প্রয়োজন ছিল।
  • ইউজার রিভিউ পড়লে আপনি অ্যাপটিতে থাকা বেশ কিছু বাগ সম্পর্কে জানতে পারবেন।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

২। Equalizer + mp3 Player

2
সুবিধাঃ
  • আপনি যদি ইক্যুয়ালাইজার বেশি ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এই মিউজিক প্লেয়ারটি আপনাকে আনন্দ দিতে সক্ষম এবং একবারের জন্যে হলেও এই অ্যাপটি আপনার ট্রাই করা উচিৎ।
  • চমৎকার কালারফুল ভিজ্যুয়ালাইজেশন রয়েছে অ্যাপটিতে যা দেখতে ভালো লাগে।
  • একটি মিউজিক প্লেয়ার হিসেবে অ্যাপটি চমৎকার কাজ করে। ট্র্যাক প্লে করার জন্য বেশ কিছু অপশন রয়েছে এই প্লেয়ারটিতে।
  • অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে ভিনটেজ ডিজাইন যা অ্যাপটিতে এনেছে একটি ভিন্ন মাত্রা।
  • আপনাকে এটি বিভিন্ন ভাবে পয়েন্ট অর্জন করতে সাহায্য করবে যার মাধ্যমে আপনি টাকা না খরচ করেও অ্যাপটির ফুল প্যাকেজ আনলক করতে পারবেন।
  • প্লেয়ারটি ট্যাবলেট ডিভাইসের জন্য পারফেক্ট।
অসুবিধাঃ
  • একটি ট্র্যাকের আর্টিস্ট এবং বিভিন্ন অপশন এই প্লেয়ারটি যেভাবে প্রদর্শন করে তা আরও কিছুটা অর্গানাইজড হতে পারতো।
  • আপনি যদি ইক্যুয়ালাইজার পছন্দ না করে থাকেন তবে অ্যাপটি আপনার মোটেও ভালো লাগবেনা।
  • ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার পরেও কিছু বাগ রয়ে গিয়েছে।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

৩। Google Play Music

3
সুবিধা সমূহঃ
  • গুগলের মিউজিক প্লেয়ার, সাথে রয়েছে আপ-টু-ডেট ডিজাইন।
  • আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছেমত মিউজিক গুগল প্লে মিউজিকে আপলোড করতে পারবেন এবং পরবর্তীতে যেখান থেকে ইচ্ছা সেই ফাইলগুলো স্ট্রিম করতে পারবেন। তবে এক্ষেত্রে, কম্পিউটার ব্যবহারের প্রয়োজন পরবে।
  • চমৎকার সাবস্ক্রিপশন সার্ভিস।
  • আপনি আপনার পছন্দের অনলাইন মিউজিক গুলো অফলাইনে শোনার জন্য সংরক্ষণ করতে পারবেন।
  • ইন্টিগ্রেটেড মিউজিক স্টোর।
অসুবিধা সমূহঃ
  • অনেকেই প্লেয়ারটির ইউআই পছন্দ করেন না।
  • প্লেয়ারটি মূলত অনলাইন মিউজিককেই বেশি ফোকাস করে তৈরি করা হয়েছে।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

৪। jetAudio Music Player

4
সুবিধা সমূহঃ
  • চমৎকার সব ফিচারস, প্লাগিনস এবং ইক্যুয়ালাইজার।
  • গ্র্যাফিকাল ইন্টারফেস কছুটা পুরাতন হলেও দেখতে চমৎকার।
  • প্লেয়ারটির ফ্রি-ভার্শনেও আপনি পাবেন চমৎকার কিছু ফিচার যা সত্যিই চাওয়ার চাইতেও বেশি কিছু বলা চলে।
  • চমৎকার কম্প্যাটিবিলিটি।
অসুবিধাঃ
  • কিছু বাগ রয়েছে।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

৫। n7player Music Player

5
সুবিধা সমূহঃ
  • ইউনিক ইউজার ইন্টারফেস যা ব্যবহারকারীদের জন্য ব্যবহার করা খুবই সহজ সাথে রয়েছে কিছুটা রিফ্রেশিং লুক।
  • মিউজিক প্লেয়ার হিসেবে প্রায় সকল সুবিধাই রয়েছে অ্যাপটিতে যা এটিকে যথেষ্ট চমৎকার একটি মিউজিক প্লেয়ার হিসেবে জনপ্রিয় করে তুলেছে।
  • প্রায় সকল ফরম্যাটের অডিও সাপোর্ট করে থাকে।
অসুবিধা সমূহঃ
  • সব ডিভাইসে সাপোর্ট নাও করতে পারে।
  • চমৎকার বেশ কিছু সুবিধা প্রথম ১০ দিন ব্যবহার করার পর লকড হয়ে যাবে এবং সেগুলো ব্যবহার করতে চাইলে আপনাকে অ্যাপটি কিনতে হবে, তবে কোর অ্যাপটি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

৬। Neutron Music Player

6
সুবিধা সমূহঃ
  • চমৎকার এবং সহজ ইউজার ইন্টারফেস।
  • অগণিত ফিচারস, সাথে রয়েছে ৩২/৬৪-বিট অডিও প্রসেসিং সুবিধা এবং DLNA সাপোর্ট।
  • প্রায় সকল ফরম্যাটের অডিও সাপোর্ট করে থাকে।
অসুবিধা সমূহঃ
  • ইউজার ইন্টারফেস সহজ হলেও কিছুটা আউট ডেটেড।
  • কোন ট্রায়াল বা ফ্রি ভার্সন নেই।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর

৭। PlayerPro Music Player

7
সুবিধা সমূহঃ
  • চমৎকার এবং সহজ ইউজার ইন্টারফেস।
  • স্ট্যান্ডার্ড মিউজিক প্লেয়ারের প্রায় সকল সুবিধাই রয়েছে।
  • চমৎকার গেসচার এবং শেক সাপোর্ট।
  • লক স্ক্রিন উইগেট এবং সিম্পল ট্যাগ এডিটর।
  • ট্রায়াল ভার্সন রয়েছে।
অসুবিধা সমূহঃ
  • লেটেস্ট আপডেটের পর কিছু বাগ দেখা দিয়েছে।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর

৮। Poweramp

8
সুবিধা সমূহঃ
  • স্ট্যান্ডার্ড মিউজিক প্লেয়ারের প্রায় সকল সুবিধাই রয়েছে।
  • ওপেন জিএল বেসড অ্যালবাম আর্ট অ্যানিমেশন সাপোর্ট, ট্যাগ এডিটর, 10-ব্যান্ড ইক্যুয়ালাইজার।
  • কাস্টোমাইজেশন এবং থিম ব্যবহারের সুবিধা।
  • প্রায় সকল জনপ্রিয় অডিও কোডেক সাপোর্ট করে।
অসুবিধা সমূহঃ
  • ব্লুটুথ সাপোর্টে সমস্যা রয়েছে।
  • কাস্টম রমে অডিও প্রসেসিং-এ কিছু সমস্যা দেখা দিতে পারে।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর

৯। Rocekt Music Player

9
সুবিধা সমূহঃ
  • অধিক সংখ্যক ফিচারস এবং অডিও কোডেক সাপোর্ট করে।
  • ক্রোমকাস্ট সাপোর্ট রয়েছে।
  • iSyncer এর ইন্টিগ্রেশন সুবিধা রয়েছে যার মাধ্যমে আপনি কিছু iTunes সুবিধা ব্যবহার করতে পারবেন।
  • ইন্টিগ্রেটেড ভিডিও প্লেয়ার।
অসুবিধা সমূহঃ
  • ইন্টারফেসের ফন্ট খুবই ছোট যা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
  • সব ডিভাইসেই এর উইগেট সাপোর্ট করেনা।
ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর

১০। Shuffle+ Music Player

10
সুবিধা সমূহঃ
  • চমৎকার ডিজাইন।
  • গ্যাপলেস প্লেব্যাক, ট্যাগ এডিটিং, ৬-ব্যান্ড ইক্যুয়ালাইজারের মত কিছু স্ট্যান্ডার্ড সুবিধা।
  • প্রিমিয়াম অ্যাপটিও খুব কম মূল্যেই পাবেন।
অসুবিধা সমূহঃ
  • খুব বেশি সুবিধা নেই।
  • অনেক ব্যবহারকারীরাই রিপোর্ট করেছেন অ্যাপটিতে বাগ আছে।

ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন