অনেক সময় দেখা যায় পিস চালু হতে খুব বেশী সময় নেয়… যেমন চালু হয়ার পর ও হ্যং হয়ে থাকে বা অনেক খন বসে থাকতে হয় …
আপনি খুব সহজেই এই সমস্যাটার সমাধান করে নিতে পারেন ছোট্ট একট কাজ এর মাধ্যমে … :D
আপনি খুব সহজেই এই সমস্যাটার সমাধান করে নিতে পারেন ছোট্ট একট কাজ এর মাধ্যমে … :D
প্রথমেই windows[start]+r button একসাথে চেপে ধরুন
তারপর “Run” menu তে নিজের কোড টা লিখে “enter” চাপুন …
msconfig
তারপর “System Configuration” menu পাবেন সেখান থেকে “Start up ” এ যান…
এইবার আমাদের মেইন কাজ করতে হবে… অনেকগুলা এপ্ল্যিকেশন আমাদের কাজে লাগে না কিন্তু পিসি ওপেন করার সাথে সাথে চালু হয়ে যায়
যার জন্য গুছিয়ে নিতে কম্পিউটার একটু সময়
আপনি এখন যেসকল এপ্ল্যিকেশন চালু হয়রা দরকার নেয় সেগুলো থেকে টিক চিনহ উঠিয়ে দিন ;)
apply” করুন
তারপর পিসি “Restart” করুন …
কি দেখলেন আগের চাইতে আরো দ্রুত পিসি ওপেন হয়েছে ;) :D
নতুন কিছু শেখার জন্য টেকগল্প এর সাথেই থাকুন ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন