Meizu MX4 ও Meizu MX4 Pro – এই ২ টি মডেলের মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যেই স্মার্টফোন বাজারে বেশ সাড়া ফেলেছে চায়নিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইজু (MEIZU)। স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করতে তারা ফিনল্যান্ডভিত্তিক আরেক খ্যাতনামা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার সাথে যৌথভাবে Meizu MX4 মডেলের নতুন আরেকটি ভার্সন আনতে যাচ্ছে - এমন গুজব শোনা যাচ্ছে। চীনের বেশকিছু সংবাদমাধ্যম নোকিয়া ও মেইজুর একসাথে স্মার্টফোন বাজারে আনা বিষয়ক সংবাদ প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে জানা গেছে, যৌথ প্রয়াসের এই ফোনটির নাম হবে Meizu Supreme; মাইক্রোসফটের সাথে চুক্তির বাধ্যবাধকতার কারণে এই ফোনে নোকিয়া তাদের নিজস্ব ব্র্যান্ডিং করতে পারবেনা, তবে তারা হার্ডওয়্যার, ডিজাইন ও রংয়ের ক্ষেত্রে তাদের স্বকীয়তা প্রকাশ করতে পারবে। আর তাই স্বাভাবিকভাবেই আপকামিং এই ফোনটির নামের শুরুতে অবশ্যই Meizu থাকবে।
উল্লেখ্য, বর্তমানে বাজারে থাকা Meizu MX4 এ রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম, ৫.৩৬ ইঞ্চির ডিসপ্লে, ২০.৭ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে চিপসেট হিসেবে রয়েছে MT6595 ও ২ গিগাবাইটের র্যাম। আর এতে ব্যাকআপের জন্য রয়েছে ৩,১০০ মিলিঅ্যাম্পিয়ারের নন-রিমুভ্যাবল লিথিয়াম-আয়ন ব্যাটারী। Meizu MX4 এর বাজারমূল্য প্রায় ৩০,০০০ টাকা।
গুজবের সত্যতা মিলবে কি না তা জানতে আগ্রহীদের হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ! তবে একসময়ের সাড়াজাগানো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া ও চীনা উদীয়মান প্রতিষ্ঠান মেইজুর যৌথ প্রয়াস স্মার্টফোনপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন