অ্যাংরি বার্ডসের নির্মাতা রোভিও স্মার্টফোনের জন্য তাদের দ্বিতীয় গেমস অ্যামেইজিং অ্যালেক্স বের করে অ্যাংরি বার্ডস বাজারে আসার প্রায় ৩ বছর পর। কিন্তু এই তিন বছর রোভিও একেবারেই বসে থাকেনি। কেননা, অ্যামেইজিং অ্যালেক্স বের করার মাত্র কয়েকমাসের মাথায়ই নতুন আরেকটি গেম নিয়ে হাজির হয় রোভিও। যদিও গেমের চরিত্রের সঙ্গে অ্যাংরি বার্ডস প্লেয়াররা সবাই পরিচিত, তবুও গেমটি এসেছে সম্পূর্ণ নতুন এক গেমপ্লে নিয়ে। হ্যাঁ, ইতিমধ্যেই অনেকবার আমাদের সাইটেই গেমটির নাম শুনেছেন। আমি বলছি ব্যাড পিগিস গেমের কথা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন