ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

উইন্ডোজ এর মজার কাজ [অদৃশ্য ফোল্ডার তৈরি]


অদৃশ্য ফোল্ডার তৈরিঃ
ম্যাজিক শোতে জাদুকরদের অদৃশ্য করার মন্ত্রে যতই মুগ্ধ হই না কেন , আমরা সবাই কিন্তু জানি এই সবই হাতসাফাই এর খেলা । আদতে অদৃশ্য বলা হলেও সত্যিকার অর্থে জাদুকর দের হাতসাফাই এর কারনেই আমাদের মতিবিভ্রম ঘটে । আর এখানেই জাদুর সার্থকতা । শুনতে হাস্যকর হলেও ঠিক তেমনি উইন্ডোজ এর কিছু মজার কাজের মধ্যে একটি হল অদৃশ্য ফোল্ডার তৈরি করা । উইন্ডোজ এক্সপি কিংবা ভিসতা যে কোন ভার্সন এর জন্য এটি করা সম্ভব । খুবই সহজে কয়েকটি ধাপেই আপনি তৈরি করতে পারবেন অদৃশ্য ফোল্ডার ।
Invisible folder
যা করতে হবেঃ
১। প্রথমেই একটি নতুন ফোল্ডার তৈরি করুন New Folder বাটন এ ক্লিক করে ।
২। এবার আপনাকে ফোল্ডার টি Rename করে নিতে হবে । ফোল্ডারটি Highlight করে কিবোর্ড এর F2 বাটন চাপুন ।
৩। Alt বাটন চেপে টাইপ করুন 0160 (এটি টাইপ করার সময় আপনি কিছু দেখতে পাবেন না)। এবার Enter চাপুন , খেয়াল রাখবেন শুধুমাত্র Number Pad ব্যবহার করে নম্বরটি টাইপ করতে হবে ।
Properties
৪। ফোল্ডার এর আইকন পরিবর্তন এর জন্য ফোল্ডার টি Highlight করে রাইট বাটন ক্লিক করে নিচের ক্রমানুসারে কাজ করুন
Properties>> Customize >> Change the icon >> Select the blank one >> ok ব্যস হয়ে গেলো । এবার আপনার সহকর্মীর গুরুত্বপূর্ণ ফাইল লুকিয়ে তাকে খুঁজে বের করতে বলুন । তবে তিনি ব্যাপারটা সম্পর্কে জেনে থাকলে ভালো , না জেনে থাকলে সম্পর্কের অবনতি হবার আগেই ফাইলটি বের করে দিন ।
ঠিক এই রকম আরও কিছু মজার মজার কাজ দেখতে পরবর্তী পর্বে আবার চোখ রাখুন ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন