ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

হারিয়ে যাওয়া ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন একটি শক্তি শালি সফটওয়্যার এর মাধ্যমে

প্রথমেই আমার সালাম নিবেন। আসা করি সবাই ভাল ও সুস্ত আছেন। আমারা যারা সব সময় পিসি ব্যাবহার করি তাদের জন্য এই সফটওয়্যার টি আসলেই দরকার পড়ে। কেন পড়ে আসুন জেনে নেই সফটওয়্যার টির সম্পর্কে।

EaseUS Data Recovery ভার্সন ৮:




অনেক সময় আমাদের অনেক কিছু ডিলিট হয়ে যায়, অথবা ভুল বসতো আপনি ডিলিট করে ফেলে মাথায় দিলেন হাত, এখন কি হবে। আসলে এরকম ভুল অনেক সময় এই হয় যা আমারা না চাইলেও করে থাকি, এখন তো এর সমধান দরকার তাই না। তো আসুন ডাউনলোড করে নিন আপনার ডিলিট হওয়া ফাইল গুল কে সহজেই ফিরে আনবে ১০০% গ্যারান্টি সহ কারে।
EaseUS Data Recovery এর সুবিধা সমুহঃ
  • ১০০% ডাটা রিকভার করতে সক্ষম এই সফটওয়্যার টি।
  • যে কোন সাইজ আর যেকোনো ফাইল রিকভার করতে পারবেন।
  • সহজ ব্যাবহার মাধ্যম সফটওয়্যার।
  • ফাইল ফরমেট বা যে ভাবেই ডিলিট হক না কেন এই সফটওয়্যার তা রিকভার করতে পারদর্শী।
  • র ফাইল হলেও তা ফিরিয়ে আনা যাবে।
তো দেরি না করে এখনেই ব্যাবহার করুন আশা করি ভাল লাগবেই।
সফটওয়্যার টি সাইজ মাত্র ১০ এমবি, তো দেরি না করে ডাউনলোড করে ফেলুন
তো আশা করি সফটওয়্যার টি আপনাদের ভাল লাগবে, ভাল না লাগলে আমি আন্তরিখ ভাবে দুঃখিত।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন