ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

এবার কম্পিউটারে ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ


এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপ শুধুমাত্র ব্যবহারকারীর ফোনেই ব্যবহার করা যেত কিন্ত কম্পিউটারে এই কথোপকথন সম্ভব ছিলোনা। তবে সম্প্রতি সোশ্যাল জায়ান্ট ফেসবুক তাদের হোয়াটস অ্যাপে, হোয়াটস অ্যাপ ওয়েবের ঘোষণা দেয়। ফলে কম্পিউটারেও এখন থেকে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যাচ্ছে।
এই নতুন সেবায় ব্যবহারকারী তার বা তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে শুধুমাত্র গুগলের ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করতে পারবে। এখানে হোয়াটসঅ্যাপ কথোপকথন, মোবাইল ডিভাইস এবং ডেস্কটপের মধ্যে সিঙ্ক করতে হবে। কম্পিউটার থেকে দূরে থাকলেও সাইন ইন করা অবস্থায় আপনার কথোপকথন সিঙ্ক করতে পারবে।
কম্পিউটার থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রক্রিয়াটি খুব সহজ। নিচে লিঙ্ক করার ধাপগুলো দেয়া হল-
whatsApp
  • প্রথমেই কম্পিউটারে ক্রোম ব্রাউজার না থাকলে ব্রাউজারটি ইন্সটল করে নিতে হবে।
  • এরপর ক্রোম থেকে https://web.whatsapp.com/ এখানে যেতে হবে।
  • মোবাইল ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব QR কোড স্ক্যান করার জন্য নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
  • QR কোড স্ক্যান করা হয়ে গেলে কথোপকথন ব্রাউজারে প্রদর্শিত হবে।

  • 0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন