ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

পিসি থেকে স্ক্রিনশট বা ভিডিও ক্যাপচার করার জন্য FastStone Capture 8 (ফুল ভার্সন) সফটওয়্যার


সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ ১ টি সফটওয়্যার ফুল ভার্সন ও পেইড ভার্সন যা আপনাদের কজে লাগতে পারে। তো দেরি না করে ডাউনলোড করে ফেলুন।

FastStone Capture 8 ফুল ভার্সনঃ

FastStone Capture হল খুবেই পপুলার সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে বিভিন্ন কাজের জন্য স্ক্রিন ক্যাপচার নিতে পারবেন। ক্যাপচার করা ছবিতে বিভিন্ন ইফেক্ট দিলে তা আরো সুন্দর করতে পারবেন। এ ছাড়াও এই সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকডিংও করা যায় যা আপনি ভিডিও Record করে টিউটোরিয়াল বানাতে পারবেন খুব সহজে। সঙ্গে থাকছে এডিট করার ও সুবিধা যা আপনার ভিডিও কে দেবে সুন্দর লুক তাই আর দেরি না করে নিচের লিঙ্ক থেকে এখনি ডাউনলোড করে নিন।

FastStone Capture এর কিছু সুবিধা হলঃ

  • যে কোন উইন্ডো ক্যাপচার করা য়ায় বিভিন্ন ফরমেট এ।
  • নির্দিষ্ট জায়গা ক্যাপচার করা য়ায়।
  • স্ক্রিন রেকর্ড করা যায়।
  • যে কোন ওয়েবপেজ কে ছবি হিসেবে সংরক্ষন করা য়ায়।
  • ছবিতে বিভিন্ন ইফেক্ট দেয়া যায়।
  • খুব সহজে এটি ব্যবহার করা যায়।
এবার ডাউনলোড করে নিন FastStone Capture 8 পোর্টেবল ভার্সন

FastStone Capture 8 ফুল ভার্সনঃ

এবার ডাউনলোড করে নিন এই সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন যা আপনাকে কন প্রকার ইন্সটল ছাড়াই দেবে ব্যাবহারের সুবিধা ত দেরি না করে এখনেই ডাউনলোড করে ফেলুন।


আজ এখনেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে আমি মজার মজার সফটওয়্যার নিয়ে আসব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন