কোরিয়ান স্মার্টফোন জায়ান্ট স্যামসাং সম্প্রতি দেশের বাজারে এনেছে তাদের গ্যালাক্সী গ্র্যান্ড সিরিজের নতুন স্মার্টফোন Galaxy Grand Prime, এই স্মার্টফোনটির উল্লেখযোগ্য দিক হলো এটি স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড সিরিজের প্রথম ৬৪ বিটের স্মার্টফোন। এছাড়া সেলফি-প্রেমীদের কথা মাথায় রেখে এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমের গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম এ রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, তবে এই ফোনের পিপিআই এন্ট্রি লেভেলের (মাত্র ২২০)। ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে আরও রয়েছে ৬৪ বিটের স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট, ১ গিগাবাইটের র্যাম, অ্যাড্রেনো ৩০৬ জিপিউ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এসবের পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ২,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ও ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। Galaxy Grand Prime এর স্পেসিফিকেশন মোটামুটি মানের হলেও এর ডিসপ্লের নিরাপত্তায় গরিলা গ্লাস ব্যবহৃত না হওয়াটা খানিকটা চমকিত করেছে।
দেশীয় বাজারে থাকা নানা স্মার্টফোনের সমাহার হতে ক্রেতারা যেনো তাদের পছন্দের ফোনটি বেছে নিতে পারেন সেলক্ষ্যে বাজারে আসা নিত্য-নতুন সব স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ পাঠকদের সামনে তুলে বরাবরই সচেষ্ট। এরই ধারাবাহিকতায় স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, ক্যামেরা পারফরম্যান্স,গেমিং পারফরম্যান্স, ব্যাটারী ব্যাকআপ, বেঞ্চমার্ক স্কোর প্রভৃতি বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের সামনে তুলে ধরতে আজ থাকছে Galaxy Grand Prime এর Exclusive Hands-on Review
প্রিয় পাঠক, চলুন তাহলে একনজরে Galaxy Grand Prime এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নেওয়া যাক -
- অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম
- ৫ ইঞ্চি ডিসপ্লে
- ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
- ১ গিগাবাইটের র্যাম
- অ্যাড্রেনো ৩০৬ জিপিউ
- ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
- ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
- ডুয়েল সিম
- ২,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
এবারে তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে যাওয়া যাক-
আনবক্সিং:
Galaxy Grand Prime স্মার্টফোনটির বক্সে যা যা রয়েছে –
আনবক্সিং:
Galaxy Grand Prime স্মার্টফোনটির বক্সে যা যা রয়েছে –
- হ্যান্ডসেট
- ব্যাটারী
- চার্জার অ্যাডাপ্টার
- ডাটা ক্যাবল
- ইয়ারফোন
- ইউজার ম্যানুয়াল
- ওয়ারেন্টি কার্ড
অপারেটিং সিস্টেমঃ
Galaxy Grand Prime ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে বর্তমানে বাজারে থাকা অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট ব্যবহার করা হয়েছে।
Galaxy Grand Prime ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে বর্তমানে বাজারে থাকা অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট ব্যবহার করা হয়েছে।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
ডিজাইনের দিক থেকে Grand Prime স্মার্টফোনটি বেশ চওড়া ও লম্বা, এর আকার অনেকটাই Galaxy S5 এর মতো, ফোনটির উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর নিচের অংশে রয়েছে ইউএসবি ২.০ পোর্ট । ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী আর অন্য পার্শ্বে রয়েছে পাওয়ার কী। ১৪৪.৮ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭২.১ মিলিমিটার ও পুরুত্বে ৮.৬ মিলিমিটার, আর এর ওজন ১৫৬ গ্রাম (ব্যাটারীসহ) ।
ডিজাইনের দিক থেকে Grand Prime স্মার্টফোনটি বেশ চওড়া ও লম্বা, এর আকার অনেকটাই Galaxy S5 এর মতো, ফোনটির উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর নিচের অংশে রয়েছে ইউএসবি ২.০ পোর্ট । ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী আর অন্য পার্শ্বে রয়েছে পাওয়ার কী। ১৪৪.৮ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭২.১ মিলিমিটার ও পুরুত্বে ৮.৬ মিলিমিটার, আর এর ওজন ১৫৬ গ্রাম (ব্যাটারীসহ) ।
গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইমের পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স, ফ্ল্যাশলাইট ও স্পীকার। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই। এই ফোনে অ্যাপ সুইচার ও ব্যাক বাটনের পাশাপাশি হোম/মেনু হিসেবে ব্যবহারের জন্য একটি হার্ডওয়্যার বাটন রয়েছে ।
ডিসপ্লেঃ
স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ৫৪০x৯৬০ পিক্সেলের। ডিসপ্লের নিরাপত্তার জন্য এতে কোন ধরণের নিরাপত্তা গ্লাস ব্যবহৃত না হওয়াটা কিছুটা অবাক করার মতোই। এই ফোনের ডিসপ্লের পিক্সেল ডেনসিটিও বেশ কম, মাত্র ২২০ পিপিআই।
স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ৫৪০x৯৬০ পিক্সেলের। ডিসপ্লের নিরাপত্তার জন্য এতে কোন ধরণের নিরাপত্তা গ্লাস ব্যবহৃত না হওয়াটা কিছুটা অবাক করার মতোই। এই ফোনের ডিসপ্লের পিক্সেল ডেনসিটিও বেশ কম, মাত্র ২২০ পিপিআই।
ইউজার ইন্টারফেসঃ
Galaxy Grand Prime ফোনটিতে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট কাস্টোমাইজ করে স্যামসাং তাদের নিজস্ব TouchWiz ব্যবহার করেছে।
Galaxy Grand Prime ফোনটিতে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট কাস্টোমাইজ করে স্যামসাং তাদের নিজস্ব TouchWiz ব্যবহার করেছে।
দেখুন এর লকস্ক্রীনঃ
নোটিফিকেশন বারঃ
হোমস্ক্রীনঃ
অ্যাপ ড্রয়ারঃ
সিপিউঃ
সিপিউ হিসেবে স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, ফলে এই ফোনে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করতে পারবেন।
সিপিউ হিসেবে স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, ফলে এই ফোনে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করতে পারবেন।
চিপসেটঃ
Galaxy Grand Prime ফোনটিতে চিপসেট হিসেবে খ্যাতনামা চিপসেট নির্মাতা কোয়ালকমের ৬৪ বিটের চিপসেট স্ন্যাপড্রাগন ৪১০ ব্যবহার করা হয়েছে।
Galaxy Grand Prime ফোনটিতে চিপসেট হিসেবে খ্যাতনামা চিপসেট নির্মাতা কোয়ালকমের ৬৪ বিটের চিপসেট স্ন্যাপড্রাগন ৪১০ ব্যবহার করা হয়েছে।
জিপিউঃ
জিপিউ হিসেবে গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম এ অ্যাড্রেনো ৩০৬ ব্যবহার করা হয়েছে।
জিপিউ হিসেবে গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম এ অ্যাড্রেনো ৩০৬ ব্যবহার করা হয়েছে।
মেমোরীঃ
Samsung Galaxy Grand Prime এ রয়েছে ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী, যার মধ্যে প্রায় ৫.২ গিগাবাইট ব্যবহারযোগ্য। এছাড়া এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যায়।
Samsung Galaxy Grand Prime এ রয়েছে ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী, যার মধ্যে প্রায় ৫.২ গিগাবাইট ব্যবহারযোগ্য। এছাড়া এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যায়।
র্যামঃ
এই ফোনে রয়েছে ১ গিগাবাইটের র্যাম, যার মধ্যে প্রায় ৯০০ মেগাবাইট ব্যবহারযোগ্য। এতে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাপস ইন্সটল করলেও র্যামের উল্লেখযোগ্য অংশ ফাঁকা থাকে। এতে Chrome, Facebook, AnTuTu, Whatsapp প্রভৃতি অ্যাপ্লিকেশন রানিং থাকা অবস্থায় ৩৯৬ মেগাবাইট র্যাম ফাঁকা ছিলো।
এই ফোনে রয়েছে ১ গিগাবাইটের র্যাম, যার মধ্যে প্রায় ৯০০ মেগাবাইট ব্যবহারযোগ্য। এতে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাপস ইন্সটল করলেও র্যামের উল্লেখযোগ্য অংশ ফাঁকা থাকে। এতে Chrome, Facebook, AnTuTu, Whatsapp প্রভৃতি অ্যাপ্লিকেশন রানিং থাকা অবস্থায় ৩৯৬ মেগাবাইট র্যাম ফাঁকা ছিলো।
ক্যামেরাঃ
স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, জিও-ট্যাগিং, টাচ ফোকাস প্রভৃতি ফিচার বিদ্যমান।
Galaxy Grand Prime এর ক্যামেরার সেটিংসঃ
স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, জিও-ট্যাগিং, টাচ ফোকাস প্রভৃতি ফিচার বিদ্যমান।
Galaxy Grand Prime এর ক্যামেরার সেটিংসঃ
দেখুন Grand Prime এর ক্যামেরায় তোলা ছবিঃ
এর ক্যামেরার একটি উল্লেখযোগ্য দিক হলো এর সাহায্যে GIF ফরম্যাটের ছবিও তোলা যায়।
দেখুন ক্যামেরার সেটিংসঃ
দেখুন ক্যামেরার সেটিংসঃ
এবারে দেখে নিন Galaxy Grand Prime এর ক্যামেরায় তোলা GIF ফরম্যাটের ছবিঃ
যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
মাল্টিমিডিয়াঃ
Samsung Galaxy Grand Prime এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার, এছাড়া এই ফোনের অডিও সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর।
Samsung Galaxy Grand Prime এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার, এছাড়া এই ফোনের অডিও সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর।
পছন্দের রেডিও প্রোগ্রাম উপভোগ করতে এই ফোনে রয়েছে এফএম রেডিও, সেই সাথে থাকছে এফএম রেডিও রেকর্ডার। ফলে আপনি আপনার পছন্দের কোন রেডিও প্রোগ্রাম অনায়াসেই রেকর্ড করতে পারবেন। আর হ্যাঁ, এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কিন্তু কোন ধরণের ল্যাগ ছাড়াই চলে।
গেমিং পারফরম্যান্সঃ
তরুণ প্রজন্মের স্মার্টফোন কেনার পেছনে গেমিংয়ের উদ্দেশ্যটাই মূখ্য ভূমিকা পালন করে। সেদিক থেকে কোয়াডকোর প্রসেসর ও অ্যাড্রেনো ৩০৬ জিপিউসমৃদ্ধ এই ফোন গেমিংয়ের জন্য মন্দ নয়। স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে মডার্ন কমব্যাট ৪, মাইন ক্র্যাফট, কিংডম রাশ, অ্যাসফাল্ট ৮, রিয়াল ক্রিকেট, টেম্পল রান ওজেড প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
তরুণ প্রজন্মের স্মার্টফোন কেনার পেছনে গেমিংয়ের উদ্দেশ্যটাই মূখ্য ভূমিকা পালন করে। সেদিক থেকে কোয়াডকোর প্রসেসর ও অ্যাড্রেনো ৩০৬ জিপিউসমৃদ্ধ এই ফোন গেমিংয়ের জন্য মন্দ নয়। স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে মডার্ন কমব্যাট ৪, মাইন ক্র্যাফট, কিংডম রাশ, অ্যাসফাল্ট ৮, রিয়াল ক্রিকেট, টেম্পল রান ওজেড প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
কানেক্টিভিটিঃ
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।
সিমঃ
স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম ফোনটিতে রয়েছে ডুয়েল সিম সুবিধা। উল্লেখ্য, এর উভয় সিম স্লটই মাইক্রো-সিম উপযোগী।
স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম ফোনটিতে রয়েছে ডুয়েল সিম সুবিধা। উল্লেখ্য, এর উভয় সিম স্লটই মাইক্রো-সিম উপযোগী।
ব্যাটারীঃ
স্যামসাংয়ের এই ফোনে ২,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাটারীর টকটাইম ১৭ ঘন্টা ও মিউজিক প্লেব্যাক টাইম ৭৫ ঘন্টা। একবার ফুল চার্জ দিলে টানা ৬ থেকে ৭ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। আর একবার ফুল চার্জে টানা ৭-৮ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করা যায়।
স্যামসাংয়ের এই ফোনে ২,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাটারীর টকটাইম ১৭ ঘন্টা ও মিউজিক প্লেব্যাক টাইম ৭৫ ঘন্টা। একবার ফুল চার্জ দিলে টানা ৬ থেকে ৭ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। আর একবার ফুল চার্জে টানা ৭-৮ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করা যায়।
এছাড়া এই ফোনের ব্যাটারীতে রয়েছে আলট্রা পাওয়ার সেভিং মোড ফিচার, যা স্ক্রীন বন্ধ অবস্থায় অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে বন্ধ করে দেয়।
বেঞ্চমার্কঃ
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Galaxy Grand Prime এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২০৪৮৭
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Galaxy Grand Prime এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২০৪৮৭
AnTuTu স্কোরের দিক থেকে Google Nexus 4 এর পর এর অবস্থান।
মূল্যঃ
Galaxy Grand Prime স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ২১,৫০০ টাকা। স্পেসিফিকেশন অনুযায়ী এই দামকে খুব একটা বেশি বলা যাবেনা।
Galaxy Grand Prime স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ২১,৫০০ টাকা। স্পেসিফিকেশন অনুযায়ী এই দামকে খুব একটা বেশি বলা যাবেনা।
Galaxy Grand Prime এর ভালো লাগার দিকসমূহঃ
- ৬৪ বিটের প্রসেসর
- সেলফি তুলতে কার্যকরী ফ্রন্ট ক্যামেরা
- দীর্ঘস্থায়ী ব্যাটারী
Galaxy Grand Prime এর কিছু সীমাবদ্ধতাঃ
- নিম্ন পিপিআই (মাত্র ২২০)
- নিরাপত্তা গ্লাসের অনুপস্থিতি
চূড়ান্ত সিদ্ধান্তঃ
আপডেটেড অপারেটিং সিস্টেম, আপগ্রেডেড চিপসেট সমৃদ্ধ প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ, আকর্ষণীয় ফ্রন্ট ক্যামেরা সবকিছু মিলিয়ে এই প্রাইস রেঞ্জের অন্যতম সেরা ফোন Galaxy Grand Prime – এমনটা বলা হয়তো অত্যুক্তি হবেনা; বিশেষতঃ যারা সেলফি তুলতে ভালোবাসেন, সেইসাথে চান শক্তিশালী পারফরম্যান্স, তাদের জন্য আদর্শ ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম।
আপডেটেড অপারেটিং সিস্টেম, আপগ্রেডেড চিপসেট সমৃদ্ধ প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ, আকর্ষণীয় ফ্রন্ট ক্যামেরা সবকিছু মিলিয়ে এই প্রাইস রেঞ্জের অন্যতম সেরা ফোন Galaxy Grand Prime – এমনটা বলা হয়তো অত্যুক্তি হবেনা; বিশেষতঃ যারা সেলফি তুলতে ভালোবাসেন, সেইসাথে চান শক্তিশালী পারফরম্যান্স, তাদের জন্য আদর্শ ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সী গ্র্যান্ড প্রাইম।
Galaxy Grand Prime সম্পর্কে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা মন্তব্য কমেন্টে লিখুন। নতুন কোন স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন