ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

নাম ভুলে গেলে অসুবিধা নেই, মনে করিয়ে দেবে অ্যান্ড্রয়েড অ্যাপ Humin!


যারা মানুষের নাম মনে রাখতে পারেন না অথবা নাম ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে তাদের সমাধানেও এগিয়ে এসেছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। আর 'হিউমিন (Humin)' নামের সেই অ্যাপটি এ বছরের অনতম সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বলে মত দিয়েছেন এক বিশেষজ্ঞ। হিউমিন মূলত ডিজিটাল পারসোনাল অ্যাসিস্টেন্ট যা আপনাকে কোনো মানুষের নাম মনে করিয়ে দেওয়ার জন্যে বিশেষজ্ঞ। ভুলে যাওয়া নাম মনে করিয়ে দিতে অ্যাপটি খুঁটিনাটি নানা তথ্য তুলে ধরবে। যেমন, মানুষটি কোথায় থাকেন অথবা কবে ইমেইল করা হয়েছিল ইত্যাদি।

কোনো অনুষ্ঠানে বা অন্য কোথাও কারো সঙ্গে পরিচয় হলে তার নাম ও নম্বর হিউমিন-এ যোগ করুন। এরপর জাদু দেখাবে অ্যাপ। এটি ওই মানুষটি সম্পর্কে প্রচুর তথ্য নিজেই সংরক্ষণ করতে থাকবে। পরে আবার তার নামটি মনে করতে চাইলে হিউমিন-এ গিয়ে মানুষটি সম্পর্কে যেকোনো একটি 'তথ্যসূত্র' লিখে সার্চ করতে হবে। যেমন- গত সপ্তাহে দেখা হয়েছিল বা কোন স্থানে থাকেন বা কোথায় চাকরি করেন ইত্যাদি।

একটি তথ্যসূত্রে অনেকজন যুক্ত থাকলে সবাইকেই বের করে আনবে হিউমিন। আবার আপনি যখন যেখানে যাচ্ছেন, তার আশপাশে আপনার পরিচিতদের কে কে রয়েছেন তাও দেখাবে হিউমিন। অ্যাপটির মাধ্যমে কল করা যাবে এবং ভয়েসমেইলও পাঠানো যাবে। আর সব মিলিয়ে সংশ্লিষ্ট সব ধরনের কাজই করা যাবে হিউমিন। হিউমিন এর আরেকটি ভালো বিষয় হলো, অ্যাপটি নিজের পছন্দের অ্যাপ দিয়েই মেসেজ পাঠানো বা কল করাতে বাধা দেয় না। বর্তমানে কানাডা এবং ইউরোপে বেশ জনপ্রিয় হয়ে উঠছে হিউমিন।
সূত্র : বিজনেস ইনসাইডার


অথবা আপনার মোবাইলের প্লে স্টোর থেকে সার্চ করুন- Humin লিখে...

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন