ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

ICC World Cup 2015 -এ বাংলাদেশী টাইগারদের অনুপ্রেরণা জাগাতে গ্রামীনফোনের গান। Cholo Bangladesh- ICC 2015 Theme Song (Downlod)

আজ ভিন্ন টিউন! প্রথমেই ক্ষমা চাচ্ছি খানিকটা প্রযুক্তি বহির্ভূত টিউনের জন্য। সামনে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫। ষোল কোটি মানুষের স্বপ্ন পূরণে বাংলাদেশী টাইগার খেলছে এই বিশ্বকাপে। সর্বোচ্চ শুভ কামনা রইল তাঁদের জন্য। গ্রামীনফোন টাইগারদের পাশে প্রায় প্রথম থেকেই ছিল। বর্তমানে স্পন্সরশীপে না থাকলেও বাংলাদেশী ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাতে ভুলেনি। প্রতিবারের মতো এবারেও বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম প্রতিষ্ঠান গ্রামীনফোন “চলো বাংলাদেশ” নামের অনুপ্রেরণামূলক গান প্রকাশ করেছে। অনেকেই আপনারা ইতিমধ্যে শুনেছেন। আজ শেয়ার করছি “চলো বাংলাদেশ” ক্রিকেট থিম গান এমপিথ্রি ডাউনলোড লিঙ্ক। সাথে আপনাদের জন্য গানটির লিরিক লিখেও দিলাম।

চলো বাংলাদেশ…
প্রত্যয় হাতে হাতে,
কোটি প্রানে এক সুর
ছিলাম, থাকবো সাথে
চলো যাই বহুদূর।চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ (২)
চলো বিজয়ের টানে।চলো এক হয়ে পড়ি ঝাপিয়ে
দেবো বিশ্ব এবার কাপিয়ে (২)
মানবোনা আর মানবোনা হার
যাবো এগিয়ে যা আছে তা নিয়ে..
লো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ (৪)
চলো বিজয়ের টানে।
লাল সবুজের জার্সিতে চলো
শুনবে বিশ্ব জোরসে বলো(২)
নতুন দিনের স্লোগানে স্লোগানে
চলো গেয়ে এই আশার আলো
চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ
চলো বিজয়ের টানে।(৪)
“চলো বাংলাদেশ” আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ বাংলা থিম সং ডাউনলোড লিংক..

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন