আসসালামু অলাইকুম বন্ধুরা , আজকে আমি আপনাদের সাথে এন্ড্রয়েড নিয়ে পোস্ট করতে যাছি । এখুন থেকে মাঝে মধ্যেই এন্ড্রয়েড নিয়ে পোস্ট করবো কারন কিছু দিন হল আমি নিজেই একটি এন্ড্রয়েড মোবাইল কিনেছি তাই এখুন থেকে নতুন কিছু পেলেই আপনাদের সাথে শেয়ার করবো এক কথাই সবাই মিলে ভাগ করে খাব :P যাই হোক আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন তাও মন পছন্দ ফরম্যাটে আপনি চাইলে HD প্রিন্টেও ডাউনলোড করতে পারবেন এমন কি অডিও ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন ।
কি মজার বিসয় না তবে যারা আমার মত নতুন এন্ড্রয়েড ব্যবহার করি বিষয়টি তাদের কাছে মজার মনে হলেও যারা পুরনো ব্যবহার কারি তাদের কাছে মজার নাও হতে পারে । যাই হোক দেখুন যদি এই সিস্টেমটি আপনার নাও জানা থাকতে পারে মানে এই অ্যাপসটি আপনার নাও থাকতে পারে । নিচে থেকে অ্যাপটি ডাউনলোড করুন সঙ্গে কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন ।
অ্যাপটির নাম Tube Mate তাহলে অ্যাপটি নিচে ফটোতে ক্লিক করে ডাউনলোড করে নিন ।
TubeMate YouTube Downloader 2.2.5 |
কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন !
প্রথমে সাধারন ভাবেই অ্যাপটি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন এবং ওপেন করুন । ওপেন করে উপরে ডান পাশে সার্চ আইকনে ক্লিক করে আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান সেটি সার্চ করুন । নিচের চিত্রে দেখুন -
এবার সেই ভিডিও টিকে ওপেন করুন তাহলে উপরে সবুজ রঙ্গেই একটি আইকন দেখতে পাবেন তাতে ক্লিক করুন । নিচের চিত্রে দেখুন -
এবার ১০০% পর্যন্ত অপেক্ষা করুন উপ্রের মত ক্লিক করে নিচের চিত্রের মত আসবে নিচের চিত্রে দেখুন -
উপরের মত সম্পূর্ণ হলেই আপনাকে ডাউনলোড অপশন দিয়ে দেবে সেখানে আপনাকে একাধিক ফরম্যাটে ডাউনলোড লিঙ্ক দেবে যেমন ১০৮০ পি থেকে সুরু করে অডিও ফরম্যাট পর্যন্ত । নিচের চিত্রে দেখুন তাহলেই সব বুঝতে পারবেন -
তাহলে দেখলেন তো কত সোজা ইউটিউব ভিডিও ডাউনলোড করা এন্ড্রয়েড মোবাইলে । আসাকরি আপনাদের বুঝতে সমস্যা হল না । তাহলে ডাউনলোড সুরু করে দিন কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন ।
তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন