আসসালামু অলাইকুম , আমারা যারা ইন্টারনেট এর সঙ্গে যুক্ত আছি তারা সবারি কম বেশি পিসি স্ক্রীনশর্ট নেওয়ার দরকার পড়ে সেটা হতে পারে ব্লগ পোস্ট বা অন্যান্য কাজে । এর আগেও আমি পিসি স্ক্রীনশর্ট নিয়ে বেশ কয়েকটি সুন্দর সুন্দর সফটওয়্যার শেয়ার করেছে তেমনি আজকেও নিয়ে এলাম দারুন একটি সফটওয়্যার । আজকের এই সফটওয়্যার এর নাম WinSnap অনেকেই ইতিমধ্যে এই সফটওয়্যার এর নাম শুনে থাকবেন । যাই হোক যারা এখুন ব্যবহার করেননি তারা এখুনি ডাউনলোড করে ব্যবহার করে দেখুন ভালো লাগবে । সব থেকে মজার ব্যাপার এই সাইজ মাত্র 2.78 এমবি তাই ডাউনলোড করেতেও ভয় নেই । তাহলে নিচে থেকে ডাউনলোড করে নিন ।
ডাউনলোড করার জন্য নিচের লিঙ্ক গুলো দেখুন আমি ফাইল হিপ্পও লিঙ্ক দিয়েছি । নিচে থেকে ডাউনলোড করুন ।
ডাউনলোড লিঙ্ক নিচে
সিরিয়াল কী নিচে থেকে নিন
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন ।
এবার ওপেন করুন একটি বক্স দেখাবে সেখানে Enter License Key তে ক্লিক করুন ।
এবার উপরের সিরিয়াল কী লিঙ্ক যান এবং যাযা বলা আছে করুন । নিচের চিত্রে দেখুন ।
কিভাবে প্যাচ ব্যবহার করবেন এখানে দেখুন
ব্যাস এবার সফটওয়্যার ওপেন করুন আশাকরি বাকিটা আপনারাই নিজেই বুঝতে পারবেন । তাই সফটওয়্যার ব্যবহার নিয়ে বেশি কিছু বললাম না কারন ব্যবহার খুবি সোজা ।
তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন