ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

শনিবার, ৭ মার্চ, ২০১৫

Samsung Z1 মাত্র ৬,৯০০ টাকায় দারুন এক ব্রান্ডেড স্মার্টফোন।

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? আমি বরাবরের মত ভালোই আছি। আপনাদের সামনে আমি এখন একটি মোবাইলফোনের রিভিউ উপস্হাপন করতে যাচ্ছি। জানিনা রিভিউটা কেমন হবে। আল্লাহর নামে শুরু করলাম...
আপনারা নিশ্চই ইতিমধ্যে পত্র-পত্রিকা টিভি এড বা বিভিন্ন ব্লগে Samsung Z1 স্মার্টফোনের ব্যাপারে জেনে গেছেন। অতি সম্প্রতি দেশের বাজারে স্যামসাং প্রথম বারের মত উন্মুক্ত করেছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর প্রথম স্মার্টফোন Samsung Z1 । এর মধ্যেই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ভালো সাড়া ফেলেছে বলে দাবি করেছে স্যামসাং কর্তৃপক্ষ। ৩  ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর ৫ ফেব্রুয়ারি থেকে দেশে এ স্মার্টফোনটির বিক্রি শুরু হয়। অবস্য তার আগেই এটি আমাদের পাশের দেশ ভারতে বিক্রয় শুরু করে Samsung। এবং সেখানে তার সফলতার সাথে এ ফোন টি বাজারজাত করেছে।

যেহেতু এটি টাইজেন অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্ট ফোন তাই টাইজেনের ব্যাপারে কিছু না বললেই নয়। জেড ১ হচ্ছে টাইজেনচালিত প্রথম স্মার্টফোন। এই অপারেটিং সিস্টেমে দ্রুত ওয়েব ব্রাউজ করা যায় এবং এর ইউজার ইন্টারফেস খুবই সরল। টাইজেন হচ্ছে লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে টাইজেন অপারেটিং সিস্টেম তৈরি করছে স্যামসাং।প্রায় বছর দুই আগে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের বিকল্প হিসেবে টাইজেনের উন্নয়ন শুরু করেছিল স্যামসাং ও ইনটেল। প্রথম দিকে এই ওএস তৈরির লক্ষ্য ছিল হাই-এন্ডের স্মার্টফোন তৈরি, যাতে তা অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও আইফোনের বিকল্প হতে পারে। কিন্তু পরে স্যামসাং সেই পরিকল্পনা থেকে সরে এসে এন্ট্রি লেভেলের স্মার্টফোন ও বিভিন্ন ইন্টারনেট সুবিধাযুক্ত পণ্যে টাইজেন ব্যবহারের জন্য সিদ্ধান্ত নেয়।
Samsung Z1 ফোনটিতে বিশেষ প্রিমিয়াম কনটেন্ট যুক্ত করেছে স্যামসাং। ছয় হাজার ৯০০ টাকা দামের এই স্মার্টফোনটিতে থাকছে ৪৮০ বাই ৮০০ পিক্সেল রেজুলেশনের চার ইঞ্চি ডিসপ্লে, পেছনে ৩.২ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা। ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই স্মার্টফোনটিতে র‍্যাম ৭৬৮ এমবি। দুই সিম সুবিধার এই স্মার্টফোনটিতে থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধাও রয়েছে। এ ছাড়া বাংলাদেশের জন্য  SamsungZ1  হ্যান্ডসেটটিতে সংবাদ, অনলাইন বাজার এবং চাকরি খোঁজার প্রয়োজনীয় অ্যাপ এনেছে স্যামসাং। এতে আছে প্রথম আলোসহ অনলাইনে খবর পড়ার অন্যান্য অ্যাপ। এতে আরও আছে প্রিলোডেড ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটারের মতো জনপ্রিয় মাধ্যম। Samsung Z1-এর আরও থাকছে স্থানীয় ব্যবহারের সুবিধার জন্য ‘প্রেয়ার টাইম’ অ্যাপ। যান মাধ্যমে নামাজের সঠিক সময়ে এলার্ট  পাওয়া যাবে। বাংলাদেশের বিশেষ উত্সবগুলোকে আরও স্মরণীয় করার জন্য আছে ‘ফেস্টিভ্যাল ওয়ালপেপার’ অপশন। প্রতিটি বিশেষ দিন উপলক্ষে ফোনটির লকস্ক্রিন ওয়ালপেপার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে।
এবার চলুন দেখেনিই এ ফোন টির কনফিগারেশন
নেটওয়াক- এই ফোনটি জি এস এম ‍ও থ্রিজি উভই সুবিধাই আছে।
বডি- ফোনটির বডি ১২০.৪ মি.মি লম্বা ৬৩.২ মি.মি চওড়া এবং ফোনটির পুরুত্ব ৯.৭ মি.মি যা একেবারে স্লিম না হলেও অনেকটা স্লিম বটে। বডিতে ধাতব উপাদান ব্যবহার করা হয়েছে। যেকারনে অনেকটা মজবুত।
ওজন- ব্যাটারি সহ ১১২ গ্রাম।
সিম- ফোনটি  ডুয়েল সিমকার্ড সার্পেোট করে।
ডিসপ্লে- ফোনটিতে ব্যবহার করা হয়েছে PLS TFT capacitive touchscreen ডিসপ্লে , সাথে আছে 16M colors সাপোর্ট। ডিসপ্লে সাইজ ৪ ইন্চি প্লিক্সেল 480 x 800 pixels (~233 ppi pixel density) ও মাল্টিটাচ সাপোর্ট।
অপারেটিং সিস্টেম-- প্রথমবারের মত ফোনটিতে ব্যবহার করা হয়েছে Tizen OS, v2.3 যা অনেক ফাস্ট ও এস
চিপসেট-- এতে ব্যবহার করা হয়েছে Spreadtrum SC7727S চিপসেট।
সিপিইউ ও জিপিইউ-- এতে সিপিইউ হিসাবে আছে Dual-core 1.2 GHz Cortex-A7 প্রসেসর Mali-400 জিপিইউ। যেকারনে এতে সব এপ্স স্মুদলি চলবে।
র‌্যম ও রম-- সেটটিতে ৭৬৮ মেগাবাইট র‌্যাম ও ৪ জিবি ইন্টারনাল ম্যামোরি ব্যবহার করা হয়েছে ও ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা আছে।
ক্যামেরা-- ফোনটিতে আছে পিছনে 3.15 MP, 2048 x 1536 pixels ক্যামেরা সাথে আছে LED flash, Geo-tagging, face detection ইত্যাদি সুবিধা। সামনে আছে ভিজিএ ক্যামেরা।
ব্যাটারি-- ফোনটিতে Li-Ion 1500 mAh battery ব্যবহার করা হয়েছে। যা থ্রিজি নেটওয়ার্কে টানা ৮ ঘন্টা কথা বলার সুবিধা দেবে। সেকারনে ব্যাটারি ব্যকাপ ভালো বলেই মনে হয়।
অন্যান্ন ফিচারের মধ্যে আছে-- Accelerometer, Light Sensor, Wi-Fi 802.11 b/g/n ব্লুটুত v4.1, A2DP, FM radio, GPS with A-GPS, FM radio, microUSB v2.0
ফোনটি সাদা , কালো ও লাল তিনটি ভিন্ন রং এ পাওয়া যাচ্ছে।
দাম- ৬,৯০০/=
আজ এপর্যন্তই। ভালো থাকবেন সবাই।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন