ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

বুধবার, ২৭ মে, ২০১৫

এন্ড্রয়েড ডিভাইসে বিজ্ঞাপন থেকে মুক্তি!

বিজ্ঞাপন বা এড – এ নিয়ে নূতন করে কিছু বলার নেই, এই শব্দটি ইন্টারনেট জগতে একটি বিরক্তির নাম! তাই চলুন একটু আলোচনা করে দেখি কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। বেশ কিছু অ্যাপ আছে যা আপনাকে বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি দিতে পারে। তার মধ্যে অন্যতম একটি “Adblock Plus”। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে এই অ্যাপটি ইন্সটল ও কনফিগার করবেন আপনার ডিভাইসে।

পূর্ব প্রস্তুতি ও ডাউনলোডঃ
১। ডিভাইসের Settings থেকে Unknown sources অপশনটি enable করে নিন
২। এইখানে ক্লিক করে অথবা http://goo.gl/L4R4UR থেকে  অ্যাপটি ডাউনলোড করে কার্ডে রাখুন  –
৩। যে কোন ফাইল ম্যানেজার ব্যাবহার করে ডাউনলোড কৃত অ্যাপটির লোকেশনে গিয়ে অ্যাপটি ইন্সটল করুন
unknown-sources4adblock-install1
নেটওয়ার্ক কনফিগারঃ
এখন আপনি যে নেটওয়ার্কটি ব্যাবহার করছেন তার লোকেশনে গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করুন
১। Settings > Wireless and networks > your network name (WiFi)
২। “your network name” এইখানে আপনার নেটওয়ার্কের নামের উপর চাপ দিয়ে ধরে রাখুন যতক্ষণ না Modify network অপশনটি আসছে
৩। Modify network অপশনটি নির্বাচন করে Show advanced options টি সক্রিয় করুন
৪। Proxy settings থেকে Manual নির্বাচন করুন
৫। Proxy hostname এ localhost লিখুন
৬। ইতিমধ্যে আপনার নোটিফিকেশন বারে একটি Adblock Plus notification চলে আসবে পোর্ট নাম্বার সহ। ঐ নাম্বারটি Proxy port এ বসিয়ে দিন
৭। সেইভ করে বেরিয়ে আসুন।
proxy-settingsproxy-port
proxy-saveport_notification_3
অ্যাপ কনফিগারঃ
এবার আপনি আপনার পছন্দ মত অ্যাপটি সেটিং করে নিন। সুবিধার জন্যে নিচে কিছু স্ক্রীন সর্ট দেওয়া হলোঃ
adblock-subscriptionadblock-acceptable-ads1
adblock-hide-iconadblock-boot1
adblock-on1
উদাহরণঃ
Adblock Plus নিস্ক্রিয় অবস্থায়
without-adblock
Adblock Plus সক্রিয় অবস্থায়
with-adblock
এই পোস্ট সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে কমেন্ট করুন। আর অন্য কোন বিষয়ে জানতে বা জানাতে BD DROID Group পোস্ট করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন