আসসালামুয়ালাইকুম টেকি ভাই ও বোনেরা আমরা সাবওয়ে সারফার্স গেম খেলি নাই এমন মানুষ খুব কমই আছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ইউসারদের জন্য এ গেমটি যেন একটি কমন গেম । কিন্তু আজকে আমি অ্যান্ড্রয়েড এর নয় বরং পিসির গেমটি নিয়ে আলোচনা করব । আমি এখন পিসিতে কিভাবে Cheat Engine ব্যবহার করে Subway Surfers Game এ আনলিমিটেড কয়েন নেয়া যায় তা ধারাবাহিক ভাবে দেখাব ।
১। প্রথমে Subway Surfers Game টি ওপেন করুন ।

২। তারপর Play! তে ক্লিক করুন । এবার মূল গেম আসবে ।

৩। এবার Cheat Engine ওপেন করুন ।

৪। এখন Subway Surfers সিলেক্ট করুন ।

৫। আগে দেখে দিন, এখন কয়েন ০ ।

৬। এখন Cheat Engine এ Value প্রবেশ করান ।

৭। তারপর এরকম চিত্র আসবে ।

৮। এখন কিছু কয়েন কালেক্ট করুন ।

৯। কিছুক্ষণ গেম খেলে তারপর আউট হয়ে যান ।

১০। এখন কিছু কয়েন জমা হল ।

১১। তারপর আবার Cheat Engine এ নতুন Value প্রবেশ করান । 

১২। Next Scan এ ক্লিক করুন । তারপর নিম্নরূপ আসবে ।

১৩। এরপর আবার কিছুক্ষণ গেম খেলুন । গেম খেলার পরে Cheat Engine এ আবার নজর দিন । 

১৪। এবার হচ্ছে আসল কাজের পালা । এখন তাহলে ছবির দিকে নজর দিন ।

১৫। এবার Cheat Engine এর নিচের দিকে লক্ষ্য করেন ।

১৬। এবার ইচ্ছামত Value দিয়ে দেন । যত Value দিবেন তত কয়েন পাবেন ।

১৭। এবার আবার কিছুক্ষণ গেম খেলে আউট হয়ে যান ।

১৮। এবার হাঁ করে তাকিয়ে থাকেন ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন