সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি।
আমরা অনেকে English গান শুনি। সেগুলোর অর্থ প্রায় আমরা বুঝি না। কেমন হবে যদি আমরা গানের সাথে সাথে lyrics ও শুনি। কিন্তু default player এ তা সাপোর্ট করে না। তাই আমি আজকে পরিচয় করে দেব এমন এক player এর সাথে যার সাহায্যে আপনি lyrics সহ গান শুনতে পারবেন। এর নাম হল TTpod .
নিচের screen shot দেখুন।
আমরা অনেকে English গান শুনি। সেগুলোর অর্থ প্রায় আমরা বুঝি না। কেমন হবে যদি আমরা গানের সাথে সাথে lyrics ও শুনি। কিন্তু default player এ তা সাপোর্ট করে না। তাই আমি আজকে পরিচয় করে দেব এমন এক player এর সাথে যার সাহায্যে আপনি lyrics সহ গান শুনতে পারবেন। এর নাম হল TTpod .
নিচের screen shot দেখুন।
এটিতে lyrics add করা খুব সোজা, এটি অপেন করুন। প্রথমে মেনুবার থেকে scan media তে click করে একটি scan করুন। যেকোনো একটি English গান বাজান। তারপর নেট on করুন। ব্যস কাজ শেষ গানের lyrics automatically ডাউনলোড হবে।
ম্যানুয়ালি ও আপনি lyrics ডাউনলোড করতে পারবেন।
প্রথমে screen একটি touch করুন। নিচের মত একটি মেনুবার আসবে।
তারপর lyrics এ click করুন।
আপনার গানের টাইটেল আর আর্টিস্ট এর নাম লিখে সার্চ করুন।
এখন উপভোগ করুণ গানের সাথে lyrics. গানের আর্টিস্ট এর পিকচারও ঐ মেনু থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতো পারবেন।
এটাতে থিমও পরিবর্তন করতে পারবেন। নিজের ছবিও থিম হিসেবে রাখতে পারবেন। যেমনটি আমি রেখেছি।
ডাউনলোড লিংক apk4fun
অথবা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। আজ আর নয়। আগামীতে যাতে আরও সুন্দর টিউন করতে পারি। এই প্রত্যাশা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন