ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

গেম রিভিউঃ GREEN FIRM 3 [ভিডিও]


ফেসবুকে ফার্মভিল গেম খেলেননি বা নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। তুমুল জনপ্রিয় এই গেমটির নাম শুনলেও কখনো খেলে দেখার ইচ্ছে হয়নি। কিন্তু গত ক’দিন ধরে প্লে স্টোরে আসা গেমলফটের নতুন গেম গ্রিন ফার্ম ৩ সত্যিই আসক্তির সৃষ্টি করেছে। তাই ফার্মিং গেম পছন্দ করেন আর না করেন, আজকের এই গেমটি আপনাদের ভালো লাগার সম্ভাবনাই বেশি।
ভিডিও রিভিউ
(এটি অ্যান্ড্রয়েড কথনের প্রথম পরীক্ষামূলক ভিডিও রিভিউ। সামনে আরও বিভিন্ন বিষয়ের উপর ভিডিও রিভিউ প্রকাশিত হবে। ভিডিও সম্পাদনা সম্পর্কে মতামত জানাতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না! ইউটিউব লিংক)
আর দশটি ফার্মিং গেমের মতোই গ্রিন ফার্ম ৩-এ আপনাকে ফসলাদি ফলানোর জন্য কাজ করতে হবে। প্রথমে উর্বর মাটি বসানো থেকে শুরু করে গম, টমেটো, ভূট্টা, স্ট্রবেরি ইত্যাদি বিভিন্ন ফসলের বীজ বপনের পাশাপাশি গরু, মুরগী ইত্যাদি প্রাণীও কিনে সেগুলোকে বড় করতে হবে। গেমে আপনাকে প্রথমে ফসল ফলাতে হবে, সেখান থেকে পশু-পাখির খাবার তৈরি করতে হবে, অবশিষ্ট অংশটুকু হয় বিক্রি করে দিতে হবে, অথবা তা দিয়ে অন্য কোনো খাবার তৈরি করতে হবে।
গেমটি ফ্রিমিয়াম মডেলের, অর্থাৎ বিনামূল্যে ডাউনলোড করে খেলা গেলেও গেমে ইন-অ্যাপ পারচেসের প্রচুর স্কোপ রয়েছে। ইন-অ্যাপ পারচেস সুবিধা-সম্পন্ন গেমগুলো দ্রুতই বিরক্তিকর হয়ে উঠলেও গেমলফট এই গেমটিকে আকর্ষণীয় করে রেখেছে। কেননা, আপনাকে ইন-অ্যাপ পারচেস করার মাধ্যমে রিয়েল ডলার খরচ করতে বাধ্য করে না গেমটি।
গুগল প্লে স্টোরঃ গ্রিন ফার্ম ৩ 
ইন-অ্যাপ পারচেসের প্রয়োজন পড়ে যদি আপনি কোনো খাবার মুহূর্তেই তৈরি করে ফেলতে চান কিংবা কোনো ফসল নির্দিষ্ট সময়ের আগেই তৈরি করে ফেলতে চান। কিন্তু আপনি চাইলেই নির্দিষ্ট সময় পরপর গেমটি ওপেন করতে পারেন। এতে করে আপনাকে খরচ করতে হলো না, গেমে টানা অনেকক্ষণ পড়ে থাকতে হলো না। অর্থাৎ, কাজ ও পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন-তখন গেমটি ওপেন করেই আপনি আপনার ফার্মের কাজকর্ম চালিয়ে যেতে পারবেন।
গেমটির গ্রাফিক্স যথেষ্টই উন্নত এবং এর গেমপ্লেও বেশ মজাদার। সাউন্ডও দারুণ হলেও ভলিউম কিছুটা কম, যা আপনার ফোন বা ট্যাবলেটের স্পিকারের কারণে হয়তো আরো কম শোনা যেতে  পারে।। তাই কাজ ও পড়ার ফাঁকে ফাঁকে গেমটি খেলতে চাইলে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন গেমলফটের ফ্রি গেম গ্রিন ফার্ম ৩!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন