স্মার্টফোন শুধু মাত্র কথা বলার জন্য ব্যাবহার হয় না, বিনোদনের মুল হাতিয়ার হিসেবে ব্যাবহার হচ্ছে এই স্মার্টফোন। বিনোদনের কথা বলতে গেলেই ভিডিও বা মুভির কথা চলে আসে। স্মার্টফোনে সব ধরনের ভিডিও চালাতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যেটির নাম KMPlayer. পিসিতে এতদিন এটি ব্যাবহার করেছেন, এখন থেকে আপনার ফোনেও ব্যাবহার করতে পারবেন।
এই প্লেয়ারের পিসি ভার্সন এর সাথে সবাই পরিচিত এখন মোবাইলে ব্যাবহার করে দেখুন আপনার চিরচেনা প্লেয়ার আপনাকে কতটা সন্তুষ্ট করতে পারে। একবার ব্যাবহার করে দেখুন আশা করি এটাই আপনার প্রিয় প্লেয়ার হয়ে যাবে। এছাড়াও স্মার্টফোনে অডিও গান শোনার জন্য ভালো অডিও প্লেয়ার এর জন্য এই পোষ্টটি দেখতে পারেন- অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য চমৎকার কিছু মিউজিক প্লেয়ার। আশা করি আপনি আপনার পছন্দের প্লেয়ারটি পেয়ে যাবেন।
ডাউনলোডঃ KMPlayer
এরকম আরো অনেক অ্যাপ পাওয়ার জন্য আমাদের ফেসবুক ফ্যানপেইজে লাইক দিয়ে রাখুন, আশা করি উপকৃত হবেন- টেক জার্নাল বাংলাদেশ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন