বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে ক্রমাগতই যেনো চলছে পাতলা স্মার্টফোন আনার প্রতিযোগিতা। এদিক থেকে পিছিয়ে নেই দেশীয় স্মার্টফোন বাজারজাতকরণ প্রতিষ্ঠান ওয়ালটন-ও ! কিছুদিন পূর্বে মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা Primo X3 মডেলের স্মার্টফোন বাজারে এনে তারা বেশ সাড়া ফেলে দিয়েছিলো। কিছুদিন আগে পর্যন্ত যা ছিলো বিশ্বের সর্বাধিক পাতলা স্মার্টফোন। ক্রেতাদের আরও চমক উপহার দিতে এবারে তারা বাজারে এনেছে মাত্র ৫.১ মিলিমিটার পুরুত্বের Primo X3 Mini !
Primo X3 Mini স্মার্টফোনটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর সম্মুখ ও পশ্চাৎ উভয় অংশেই রয়েছে কর্নিংয়ের ৩য় প্রজন্মের গরিলা গ্লাস। এর আরেকটি দিক উল্লেখ না করলেই নয়, আর তাহলো এই ফোনে OTA বা Over The Air প্রযুক্তি সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
ওয়ালটনের নতুন ফোন প্রিমো এক্স থ্রি মিনির ক্যামেরাতেও রয়েছে প্রয়োজনীয় নানা ফিচার। আকর্ষণীয় ছবি তোলার জন্য এই ফোনে BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহৃত হয়েছে, আর ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, স্মাইল ডিটেক্টর, প্যানোরোমা মোড, ফেস ডিটেকশন, জিও ট্যাগিং প্রভৃতি সুবিধাও বিদ্যমান। হালের ক্রেজ ‘সেলফি’ তুলতে এতে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এর ফ্রন্ট ক্যামেরা স্বল্প আলোতেও বেশ ভালো ছবি তুলতে সক্ষম, ফলে এটি সেলফিপ্রেমী তরুণদের নিকট বেশ গ্রহণযোগ্য হবে বলেই আশাবাদ ওয়ালটন কর্তৃপক্ষের। তবে আকর্ষণীয় ডিজাইনের এই ফোনে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরী থাকলেও নেই কোন এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। যদিও OTG সুবিধা থাকায় ব্যবহারকারী এতে পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবেন।
বাজারে আসা নিত্যনতুন সব স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ এর ধারাবাহিকতায় ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo X3 Mini এর ডিজাইন, ব্যাটারী ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স প্রভৃতি বিশ্লেষণধর্মী তথ্য পাঠকদের জানাতেই আজ থাকছে Walton Primo X3 Mini এর Exclusive Hands-on Review।

প্রিয় পাঠক, চলুন তাহলে একনজরে Primo X3 Mini এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নিই -
- অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
- ৪.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে
- ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর
- ১ গিগাবাইট র্যাম
- মালি ৪৫০ এমপি৪ জিপিউ
- ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
- ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- অ্যাক্সিলেরোমিটার, গাইরোস্কোপ, প্রক্সিমিটি প্রভৃতি সেন্সর
- ২,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী

এবারে তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে যাওয়া যাক-
আনবক্সিং:
Primo X3 Mini স্মার্টফোনটির বক্সে যা যা রয়েছে –
Primo X3 Mini স্মার্টফোনটির বক্সে যা যা রয়েছে –
- হ্যান্ডসেট
- ব্যাটারী
- চার্জার অ্যাডাপ্টার
- ডাটা ক্যাবল
- ওটিজি ক্যাবল
- ইয়ারফোন
- ইউজার ম্যানুয়াল
- ওয়ারেন্টি কার্ড

অপারেটিং সিস্টেমঃ
Primo X3 Mini ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ব্যবহার করা হয়েছে।
Primo X3 Mini ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ব্যবহার করা হয়েছে।


বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
প্রিমো এক্সথ্রি মিনি স্মার্টফোনটি বেশ আকর্ষণীয় ও নজরকাড়া ডিজাইনের। প্রথম দেখাতেই এটি ক্রেতাদের নজর কাড়তে সক্ষম। এর বিল্ড কোয়ালিটিও বেশ চমৎকার। এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর সম্মুখ ও পশ্চাৎ উভয় অংশেই রয়েছে কর্নিংয়ের ৩য় প্রজন্মের গরিলা গ্লাস।
প্রিমো এক্সথ্রি মিনি স্মার্টফোনটি বেশ আকর্ষণীয় ও নজরকাড়া ডিজাইনের। প্রথম দেখাতেই এটি ক্রেতাদের নজর কাড়তে সক্ষম। এর বিল্ড কোয়ালিটিও বেশ চমৎকার। এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর সম্মুখ ও পশ্চাৎ উভয় অংশেই রয়েছে কর্নিংয়ের ৩য় প্রজন্মের গরিলা গ্লাস।

এই ফোনের নিচের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট । ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী আর অপর পার্শ্বে রয়েছে সিম স্লট। এর সিম স্লটটি বাইরে থাকায় সিম পরিবর্তনের জন্য ফোন বন্ধ করার ঝামেলা নেই।

এর পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে রয়েছে স্পীকার। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই। এর পাশাপাশি এই ফোনে হোম/মেনু, অপশন ও ব্যাক – এই তিনটি বাটন রয়েছে ।


১৩৮ মিলিমিটার উচ্চতার Primo X3 Mini ফোনটি প্রস্থে ৬৭.৪ মিলিমিটার আর এর পুরুত্ব মাত্র ৫.১ মিলিমিটার। পুরুত্বের দিক থেকে একে পেন্সিল অপেক্ষাও পাতলা বলা যায়। বেশ হালকা গড়নের এই ফোনের ওজন মাত্র ৯৭ গ্রাম (ব্যাটারীসহ) ।

ডিসপ্লেঃ
এই ফোনে ৪.৮ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ১২৮০x৭২০ পিক্সেলের। ডিসপ্লের নিরাপত্তার জন্য এতে কর্নিংয়ের ৩য় প্রজন্মের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, এছাড়া এর পেছনের অংশেও রয়েছে গরিলা গ্লাস। এই ফোনের ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩০৬ পিপিআই।
এই ফোনে ৪.৮ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ১২৮০x৭২০ পিক্সেলের। ডিসপ্লের নিরাপত্তার জন্য এতে কর্নিংয়ের ৩য় প্রজন্মের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, এছাড়া এর পেছনের অংশেও রয়েছে গরিলা গ্লাস। এই ফোনের ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩০৬ পিপিআই।

দেখুন এর নোটিফিকেশন বারঃ

সিপিউঃ
সিপিউ হিসেবে এই ফোনে রয়েছে ১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর। দ্রুতগতির প্রসেসর ব্যবহৃত হওয়ায় এই ফোনে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
সিপিউ হিসেবে এই ফোনে রয়েছে ১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর। দ্রুতগতির প্রসেসর ব্যবহৃত হওয়ায় এই ফোনে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
চিপসেটঃ
প্রিমো এক্স থ্রি মিনি স্মার্টফোনটিতে মিডিয়াটেকের অক্টাকোর চিপসেট MT6592 ব্যবহৃত হয়েছে ।
প্রিমো এক্স থ্রি মিনি স্মার্টফোনটিতে মিডিয়াটেকের অক্টাকোর চিপসেট MT6592 ব্যবহৃত হয়েছে ।

জিপিউঃ
ওয়ালটন তাদের এই ফোনে মালি-৪৫০ এমপি৪ জিপিউ ব্যবহার করেছে। ফলে এর গ্রাফিক্স কোয়ালিটি কিংবা গেমিং পারফরম্যান্স বেশ দারুণ।
ওয়ালটন তাদের এই ফোনে মালি-৪৫০ এমপি৪ জিপিউ ব্যবহার করেছে। ফলে এর গ্রাফিক্স কোয়ালিটি কিংবা গেমিং পারফরম্যান্স বেশ দারুণ।

মেমোরীঃ
Primo X3 Mini স্মার্টফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইটের ইন্টারনাল, যার মধ্যে প্রায় ১২ গিগাবাইট ব্যবহারযোগ্য। তবে এই ফোনের একটি সীমাবদ্ধতা হলো এতে কোন এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা নেই। যদিও OTG সুবিধা থাকায় ব্যবহারকারী এতে পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করে এই সীমাবদ্ধতা খুব সহজেই কাটিয়ে উঠা সম্ভব।
Primo X3 Mini স্মার্টফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইটের ইন্টারনাল, যার মধ্যে প্রায় ১২ গিগাবাইট ব্যবহারযোগ্য। তবে এই ফোনের একটি সীমাবদ্ধতা হলো এতে কোন এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা নেই। যদিও OTG সুবিধা থাকায় ব্যবহারকারী এতে পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করে এই সীমাবদ্ধতা খুব সহজেই কাটিয়ে উঠা সম্ভব।

র্যামঃ
এই ফোনে রয়েছে ১ গিগাবাইটের র্যাম, যার মধ্যে প্রায় ৯৫৩ মেগাবাইট ব্যবহারযোগ্য। এই ফোনে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাপস ইন্সটল করলে র্যামের প্রায় এক-তৃতীয়াংশ ফাঁকা থাকে। ছবিতে দেখুন এতে Chrome, Facebook, Firefox, AnTuTu, Whatsapp সহ প্রয়োজনীয় নানা অ্যাপ্লিকেশন রানিং থাকার পরেও ২৫৩ মেগাবাইট র্যাম ফাঁকা ছিলো।
এই ফোনে রয়েছে ১ গিগাবাইটের র্যাম, যার মধ্যে প্রায় ৯৫৩ মেগাবাইট ব্যবহারযোগ্য। এই ফোনে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাপস ইন্সটল করলে র্যামের প্রায় এক-তৃতীয়াংশ ফাঁকা থাকে। ছবিতে দেখুন এতে Chrome, Facebook, Firefox, AnTuTu, Whatsapp সহ প্রয়োজনীয় নানা অ্যাপ্লিকেশন রানিং থাকার পরেও ২৫৩ মেগাবাইট র্যাম ফাঁকা ছিলো।

ক্যামেরাঃ
Primo X3 Mini স্মার্টফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। উন্নতমানের ছবি তোলা নিশ্চিত করতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, প্যানোরোমা মোড, এইচডিআর, ফেস বিউটি প্রভৃতি সুবিধাতো রয়েছেই।
Primo X3 Mini স্মার্টফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। উন্নতমানের ছবি তোলা নিশ্চিত করতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, প্যানোরোমা মোড, এইচডিআর, ফেস বিউটি প্রভৃতি সুবিধাতো রয়েছেই।
দেখুন দিনের আলোতে এই ফোনের ক্যামেরায় তোলা ছবিঃ



রাতের বেলায় তোলা ছবিঃ

এসবের পাশাপাশি সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবিঃ
ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবিঃ

মাল্টিমিডিয়াঃ
Primo X3 Mini এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই, এর অডিও সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর। এই ফোনে আরো আছে এফএম রেডিও, সেই সাথে আছে এফএম রেডিও রেকর্ডার। ফলে আপনি আপনার পছন্দের যেকোন রেডিও প্রোগ্রাম অনায়াসেই রেকর্ড করতে পারবেন।

Primo X3 Mini এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই, এর অডিও সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর। এই ফোনে আরো আছে এফএম রেডিও, সেই সাথে আছে এফএম রেডিও রেকর্ডার। ফলে আপনি আপনার পছন্দের যেকোন রেডিও প্রোগ্রাম অনায়াসেই রেকর্ড করতে পারবেন।

আর এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি বেশ উন্নত হওয়ায় (সুপার অ্যামোলেড) এতে চমৎকারভাবে ভিডিও উপভোগ করা যায়। উল্লেখ্য, এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলে।

গেমিং পারফরম্যান্সঃ
তরুণ প্রজন্মের স্মার্টফোন কেনার পেছনে গেমিংয়ের উদ্দেশ্যটাই মূখ্য ভূমিকা পালন করে। সেদিক থেকে অক্টাকোর প্রসেসরের এই ফোন মোবাইল গেমিংয়ের ভক্তদের নিকট বেশ গ্রহণযোগ্যতা পেতে পারে। অক্টাকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে ক্ল্যাশ অফ ক্ল্যানস, মডার্ন কমব্যাট ৪, মাইন ক্র্যাফট, কিংডম রাশ, গ্র্যান্ড থেফট অটো, অ্যাসফাল্ট ৮, রিয়াল ক্রিকেট ১৪ প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
তরুণ প্রজন্মের স্মার্টফোন কেনার পেছনে গেমিংয়ের উদ্দেশ্যটাই মূখ্য ভূমিকা পালন করে। সেদিক থেকে অক্টাকোর প্রসেসরের এই ফোন মোবাইল গেমিংয়ের ভক্তদের নিকট বেশ গ্রহণযোগ্যতা পেতে পারে। অক্টাকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে ক্ল্যাশ অফ ক্ল্যানস, মডার্ন কমব্যাট ৪, মাইন ক্র্যাফট, কিংডম রাশ, গ্র্যান্ড থেফট অটো, অ্যাসফাল্ট ৮, রিয়াল ক্রিকেট ১৪ প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।



কানেক্টিভিটিঃ
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস ও এজিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস ও এজিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।
সিমঃ
ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনে ২টি সিম ব্যবহারের সুবিধা থাকলেও Primo X3 Mini এ রয়েছে একটিমাত্র সিম ব্যবহারের সুবিধা।
ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনে ২টি সিম ব্যবহারের সুবিধা থাকলেও Primo X3 Mini এ রয়েছে একটিমাত্র সিম ব্যবহারের সুবিধা।
সেন্সরঃ
Primo X3 Mini স্মার্টফোনটিতে অ্যাক্সিলেরোমিটার, গাইরোস্কোপ, প্রক্সিমিটি, জি-সেন্সর, লাইট সেন্সর, কম্পাস প্রভৃতিসহ প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই বিদ্যমান।
Primo X3 Mini স্মার্টফোনটিতে অ্যাক্সিলেরোমিটার, গাইরোস্কোপ, প্রক্সিমিটি, জি-সেন্সর, লাইট সেন্সর, কম্পাস প্রভৃতিসহ প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই বিদ্যমান।

রং:
কালো ও ধূসর - এই ২টি রংয়ে বাজারে পাওয়া যাচ্ছে Primo X3 Mini
কালো ও ধূসর - এই ২টি রংয়ে বাজারে পাওয়া যাচ্ছে Primo X3 Mini
ব্যাটারীঃ
৪.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে সংবলিত Primo X3 Mini এ ২,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারী ব্যাকআপ সন্তোষজনক। একবার ফুল চার্জ দিলে টানা ৬-৭ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। এছাড়া একবার ফুল চার্জে টানা ৬ ঘন্টারও অধিক সময় এইচডি ভিডিও উপভোগ করা যায়।
৪.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে সংবলিত Primo X3 Mini এ ২,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারী ব্যাকআপ সন্তোষজনক। একবার ফুল চার্জ দিলে টানা ৬-৭ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। এছাড়া একবার ফুল চার্জে টানা ৬ ঘন্টারও অধিক সময় এইচডি ভিডিও উপভোগ করা যায়।
ওটিজিঃ
ওয়ালটনের নতুন এই ফোনে রয়েছে OTG (USB On The Go) সুবিধা। ফলে ব্যবহারকারী এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
ওয়ালটনের নতুন এই ফোনে রয়েছে OTG (USB On The Go) সুবিধা। ফলে ব্যবহারকারী এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
বেঞ্চমার্কঃ
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo X3 Mini এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৭,৩১৭ ।
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo X3 Mini এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৭,৩১৭ ।

AnTuTu স্কোরের দিক থেকে Samsung Galaxy S4 এর পরেই Primo X3 Mini এর অবস্থান।

দেখুন Primo X3 Mini ও Samsung Galaxy S4 এর তূলনামূলক AnTuTu স্কোরঃ

Primo X3 Mini ও Samsung Galaxy Note 3 এর তূলনামূলক AnTuTu স্কোরঃ

Primo X3 Mini ও Sony Xperia Z1 এর তূলনামূলক AnTuTu স্কোরঃ

বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ NenaMark2 এ Primo X3 Mini এর স্কোর এসেছে ৬১.৭


স্পেশাল ফিচারঃ
এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে স্মার্ট কভার টেকনোলোজি, স্মার্ট জেশ্চার প্রভৃতি সুবিধা।
এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে স্মার্ট কভার টেকনোলোজি, স্মার্ট জেশ্চার প্রভৃতি সুবিধা।
OTA আপডেট সুবিধাঃ
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে। উল্লেখ্য, কিছুদিনপূর্বে বাজারে আসা Primo S3 Mini ফোনটিতেও এই সুবিধা দেওয়া হয়েছে।
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে। উল্লেখ্য, কিছুদিনপূর্বে বাজারে আসা Primo S3 Mini ফোনটিতেও এই সুবিধা দেওয়া হয়েছে।

মূল্যঃ
আকর্ষণীয় ডিজাইন ও চমৎকার সব ফিচারসংবলিত Primo X3 Mini স্মার্টফোনটির মূল্য ১৯,৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। তবে কনফিগারেশনের তুলনায় এই মূল্য আপাতদৃষ্টিতে কিছুটা বেশি বলেই মনে হচ্ছে।
আকর্ষণীয় ডিজাইন ও চমৎকার সব ফিচারসংবলিত Primo X3 Mini স্মার্টফোনটির মূল্য ১৯,৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। তবে কনফিগারেশনের তুলনায় এই মূল্য আপাতদৃষ্টিতে কিছুটা বেশি বলেই মনে হচ্ছে।

Primo X3 Mini এর ভালো লাগার দিকসমূহঃ
- হালকা গড়ন ও নান্দনিক ডিজাইন
- সুপার অ্যামোলেড ডিসপ্লে
- সম্মুখ ও পশ্চাৎ উভয়ভাগেই গরিলা গ্লাস
- চমৎকার ক্যামেরা পারফরম্যান্স
- OTA আপডেট সুবিধা
Primo X3 Mini এর কিছু সীমাবদ্ধতাঃ
এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা না থাকা
কনফিগারেশনের তুলনায় মূল্য খানিকটা বেশি
কনফিগারেশনের তুলনায় মূল্য খানিকটা বেশি

চূড়ান্ত সিদ্ধান্তঃ
হালকা গড়ন, নজরকাড়া ডিজাইন ও প্রয়োজনীয় নানা ফিচারসংবলিত স্মার্টফোন কিনতে চাইলে ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo X3 Mini কে অনায়াসেই শীর্ষতালিকায় রাখা যায়। মূল্য কিছুটা বেশি হলেও আকর্ষণীয় ডিজাইন, দারুণ সব ফিচার, প্রয়োজনীয় সব কনফিগারেশনের সমাহার প্রভৃতি নানাদিক মিলিয়ে Primo X3 Mini ফোনটি শৌখিন ক্রেতাদের নিকট হতে পারে আদর্শ পছন্দ।
হালকা গড়ন, নজরকাড়া ডিজাইন ও প্রয়োজনীয় নানা ফিচারসংবলিত স্মার্টফোন কিনতে চাইলে ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo X3 Mini কে অনায়াসেই শীর্ষতালিকায় রাখা যায়। মূল্য কিছুটা বেশি হলেও আকর্ষণীয় ডিজাইন, দারুণ সব ফিচার, প্রয়োজনীয় সব কনফিগারেশনের সমাহার প্রভৃতি নানাদিক মিলিয়ে Primo X3 Mini ফোনটি শৌখিন ক্রেতাদের নিকট হতে পারে আদর্শ পছন্দ।
দেশীয় ক্রেতাদের হাতে সুলভ মূল্যে অপেক্ষাকৃত মানসম্পন্ন স্মার্টফোন তুলে দেওয়ার লক্ষ্যে যেসব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে ওয়ালটন তাদের মধ্যে অগ্রগণ্য। ভবিষ্যতে আরও উন্নত কনফিগারেশনের স্মার্টফোন অপেক্ষাকৃত সুলভমূল্যে বাজারে আনবে ওয়ালটন – এমনটাই প্রত্যাশা।

Primo X3 Mini সম্পর্কে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা মন্তব্য কমেন্টে লিখুন। নতুন কোন স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন