ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য নিয়ে নিন একটি চমৎকার ইংলিশ 2 বাংলা ডিকশনারি!

মোবাইল শুধু এখন কথা বলার জন্য ব্যাবহার হয় না। জীবনকে সহজ করতে মোবাইল এখন রূপ নিয়েছে স্মার্টফোন হিসেবে। সাথে যোগ হয়েছে অ্যান্ড্রয়েড নামক এক আশির্বাদ যার কল্যানে সবার হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন। বিভিন্ন ভাবে অ্যান্ড্রয়েড আমাদের জীবনকে প্রভাবিত করছে! শিক্ষা ক্ষেত্রেও মোবাইলের রয়েছে বিশেষ ব্যাবহার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি বিশেষ অ্যাপের সাথে। English To Bangla Dictionary.

এই অ্যাপটির মাধ্যমে আপনি জানতে পারবেন যেকোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ। আসুন দেখি এই অ্যাপের কিছু সুবিধা-

১. ইংরেজি শব্দের বাংলা অর্থ।
২. অটোমেটিক শব্দ পরামর্শ।
৩. Speech to Text সুবিধা।
৪. অত্যন্ত দ্রুত অর্থ বের করা যায়।
৫. সহজ ইন্টারফেস এবং বিভিন্ন অপশন রয়েছে।
৬. বুকমার্ক এবং হিস্টোরি জানার সুবিধা।
7. সোশ্যাল মিডিয়া শেয়ার আরো অনেক কিছু।



                                                         Download here

1 মন্তব্য(গুলি):