ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

দেখেনিন আপনার ডিভাইস আসল না ক্লোন

প্রিয় ডিভাইসটি আসল না নকল এই নিয়ে চিন্তার শেষ নেই! চিন্তার কারণও আছে। যে হারে ডিভাইস ক্লোন হচ্ছে তাতে চিন্তা থাকাটাই স্বাভাবিক। যাইহোক চিন্তার দিন ফুরিয়ে আসছে। “AnTuTu Officer” অ্যাপটি ব্যাবহার করে অনায়াসে দেখেনিতে পারেন ডিভাইসের অবস্থা। তবে একটি সমস্যাও আছে এই পরীক্ষা পদ্ধতিতে। আর তা হল এই পরীক্ষাটি করতে আপনার দুটি ডিভাইস ও ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হবে। প্রথম ডিভাইসটি এন্ড্রয়েড (যে ডিভাইসটি পরীক্ষিত হবে) এবং দ্বিতীয় ডিভাইসটি এন্ড্রয়েড বা উইন্ডোজ যে কোনটি হতে পারে।

পদ্ধতিঃ
১। ডাউনলোড বিভাগ থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন প্রথম ডিভাইসে
২। দ্বিতীয় ডিভাইস থেকে y.antutu.com লিংকে প্রবেশ করে প্রথম ডিভাইসে ইন্সটল-কৃত অ্যাপটি রান করুন
৩। দ্বিতীয় ডিভাইস এ প্রদর্শিত “QR code” টি প্রথম ডিভাইস দিয়ে স্ক্যান করলেই ডিভাইসের অবস্থা দেখাবে
Cover
অ্যাপটি মূলত নিরাপত্তা প্যারামিটার এর আদর্শ মানের উপর ভিত্তি করে একটি টেস্ট মেশিন হিসেবে কাজ করে। অ্যাপটি দিয়ে নির্ধারণ করা হবে ডিভাইসের হার্ডওয়্যার প্যারামিটার পরিবর্তন করা হয়েছে কিনা। যদি আপনার ডিভাইসটি AnTuTu অ্যাপ ইন্সটল বা QR code স্ক্যান এ ব্যর্থ হয় তাহলে ডিভাইসটি আসল না হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
Result
Downloads
 
playstore
mediafire
dropbox

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন