ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

মাত্র ১ মিনিটে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করুন যেকোনো JPEG ফাইল


সাধারণত কোন ইমেজ ফাইল বা JPEG ফাইল এডিট করা সম্ভব হয়না। ফলে কেউ যদি একটি ইমেজ ডকুমেন্টে কিছু লিখতে চান তবে ইন্টারনেটের সাহায্যে মাত্র ১ মিনিটেই যেকোনো JPEG ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রূপান্তর করতে পারবেন এবং এডিট করতে পারবেন।
যেকোনো JPEG ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রূপান্তরের পদ্ধতি নিচে দেওয়া হলঃ
১) প্রথমেই www.onlineocr.net এই লিঙ্কটিতে ক্লিক করুন।
২) এখন একটি পেজ আসবে যার মধ্য থেকে select এ ক্লিক করে আপনি যে JPEG ফাইলটি ওয়ার্ডে কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন।
f1
৩) এখন আপনি কোন ভাষায় ফাইলটি কনভার্ট করতে চান এবং কোন ফরম্যাটে ডকুমেন্টটি রূপান্তর করতে চান তা বাছাই করুন।
৪) এখন দেখবেন একটি ক্যাপচা দেখাচ্ছে। সঠিকভাবে ক্যাপচাটি পূরণ করে conver এ ক্লিক করুন।
f2
৫) এখন দেখুন আপনার JPEG ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তরিত হয়েছে।
f3
ডকুমেন্টটি ডাউনলোড করতে চাইলে download output file এ ক্লিক করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন