ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দেশের যে কোন অপারেটোরে ফ্রী কল করুন

আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভাল আছেন।এই পোস্টটি আমি আগেও দিয়েছিলাম কিন্তু সমইয়ের অভাবে বিস্তারিত লিখতে পারি নাই । আজকে বিস্তারিত(with screenshoot) লিখছি।
আজকে আপনাদেরকে ফ্রি কল করার জন্য একটি এন্ড্রয়েড সফটওয়ার দেব যা দিয়ে আপনি দেশের যে কন অপারেটরে কল করতে পারবেন এবং আপনার নম্বরের যায়গায় বিদেশি নম্বর উঠবে।আপনারা ভাবছেন viber skype দিয়েও তোএটা করা যায় ।না এটা এদের মত নয় ।কারন ভিবের skype তে যে কল দেবে এবং যে কল রিছিভ করবে উভয়েরই ইন্টারনেট কানেকশন দরকার । কিন্তু আমি যে সফটওয়ারটি দেব এর প্রধান সুবিধা হল যাকে ফোন করবেন তার ইন্টারনেট কানেকসনের দরকার নাই । এর নাম হল voxex ।

এখান থেকে Download করুন...
ইনস্টল করুন এবং ওপেন করুন
shot_000003
sign up এ ক্লিক করুন তারপর এই পেজ আসবে
shot_000004
সাইন আপ শেষ  হলে ইমেইল varify করেন
মোবাইল নম্বরে একটা কোড যাবে সেটা varify করলে এই পেজ আসবে
shot_000005
আপনি এখন কল করার জন্য প্রস্তুত।

গুরুত্বপূর্ণ ঃ
আপনাকে শুরুতে ১ ইউ এস ডলার দেয়া হবে যা দিয়ে আপনি প্রায় ২৫ মিনিট কল করতে পারবেন।

প্রতি ১ মাস পর আপনার ক্রেডিট রিসেট হবে । তারপর ও কল করতে log out করে এবার অন্য নম্বর দিয়ে রেজিস্ট্রেশান করুন।
কোন সমস্যা হবে না । রেজি হতে একটু সময় লাগতে পারে কিন্তু আমি নিজে ৬ মাস থেকে ব্যবহার করছি।আসা করি উপক্রিত হবেন । ধন্যবাদ।

                                                                Download

ডাউনলোড করার নিয়ম...
file (1)
কোন সাহায্য লাগলে বলবেন ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন