ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

লুকিয়ে রাখুন হার্ডডিস্ক ড্রাইভ


হার্ডডিস্ক এর যে কোন ড্রাইভ লুকিয়ে রাখুন কোন সফটওয়্যারের সাহায্য ছাড়া। কম্পিউটারে একান্ত ব্যাক্তিগত কিছু ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখার প্রয়োজন হয়। বেশীরভাগ ক্ষেত্রেই আমরা ব্যাক্তিগত ফাইল ফোল্ডার Hidden করে রাখি অথবা ফোল্ডার লক বা এ ধরনের ইউটিলিটি সফটওয়্যার ব্যাবহার করে থাকি। কিন্তু তাতেও ভরসা নেই। কারণ উইন্ডোজের ফাইল ফোল্ডার Hidden করা খুব কমন একটা ব্যাপার ।আবার ফোল্ডার লক বা এরকম ধরনের ইউটিলিটি সফটওয়্যার এ পাসওয়ার্ড ব্যবহার করে নিজের পাসওয়ার্ড নিজে ভুলে যাওয়া অস্বাভাবিক ব্যাপার না।

আসুন জেনে নেয়া যাক সহজে কিভাবে উইন্ডোজের এক বা একাধিক ড্রাইভ লুকিয়ে রাখা যায়।
১. Start বটন থেকে Run এ গিয়ে gpedit.msc লিখে ok দিন





২. Group Policy নামের একটি ডায়ালোগ বক্স আসবে। এখান থেকে User Configuration এ গিয়ে Administrative Templates এ ডাবল ক্লিক করুন।







৩. Administrative Templates এর নিচের লিস্ট থেকে Windows  Components এ ডাবল ক্লিক করুন।







৪. Windows  Components এর নিচের লিস্ট থেকে Windows Explorer এ ক্লিক করলে ডানে Settings এর নিচের লিস্টে Hide these specified devices in My Computer  দেখতে পাবেন।



  
৫. Hide these specified devices in My Computer  এ ডাবল ক্লিক করলে আলাদা একটি টাইটেল বক্স আসবে এখান থেকে Enabled এ সিলেক্ট করে নিচে Pick one of the followings combinations থেকে যেকোনো একটি , দুটি বা সবগুলো ড্রাইভ লুকানোর জন্য Restrict all drives লিখে Ok দিন।



এবার My Computer এ ঢুকলে দেখা যাবে লুকানো ড্রাইভগুলো আর দেখা যাচ্ছে না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন