বর্তমানে মজিলা ফায়ারফক্সের পাশাপাশি গুগল ক্রোম ব্রাউজার ও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে অনেক সময় বিপত্তি দেখা দেয় যখন আপনার পছন্দের ওয়েব ব্রাউজারে বাংলা লেখা গুলো ঠিক ভাবে দেখতে পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় কিছু লেখা অন্য লেখার সাথে এলোমেলো ভাবে ‘শো’ করে আবার কখনও বাংলা ফন্টে লেখা গুলো ঘর আকারে দেখায়।
আসুন দেখা যাক কিভাবে এ সমস্যার সহজ সমাধান আনা যায়।
ধাপ:
১) এখানে ক্লিক করে প্রয়োজনীয় বাংলা ইউনিকোড ফন্ট গুলো ডাউনলোড করে নিন এবং আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে উইন্ডোজ ফন্ট লোকেশনে ইন্সটল করে নিন।
১) এখানে ক্লিক করে প্রয়োজনীয় বাংলা ইউনিকোড ফন্ট গুলো ডাউনলোড করে নিন এবং আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে উইন্ডোজ ফন্ট লোকেশনে ইন্সটল করে নিন।
২) তারপর আপনি গুগল ক্রোম ব্রাউজারে এড্রেস বারে গিয়ে chrome://settings/fonts
লিখে কিবোর্ড থেকে Enter প্রেস করুন। দেখুন চিত্রের মত একটি উইন্ডো খুলবে। এখান থেকে ভাল কোন ইউনিকোড ফন্ট যেমন- SiyamRupali অথবা SolaimanLipi ফন্ট ফিক্স করে দিন এবং নিচের দিকে লক্ষ্য করুন ফন্ট অপশন আছে এখানে Unicode-(UTF-8) করে Done করে বের হয়ে আসুন।
লিখে কিবোর্ড থেকে Enter প্রেস করুন। দেখুন চিত্রের মত একটি উইন্ডো খুলবে। এখান থেকে ভাল কোন ইউনিকোড ফন্ট যেমন- SiyamRupali অথবা SolaimanLipi ফন্ট ফিক্স করে দিন এবং নিচের দিকে লক্ষ্য করুন ফন্ট অপশন আছে এখানে Unicode-(UTF-8) করে Done করে বের হয়ে আসুন।
এরপর পিসিটি রিস্টার্ট দিয়ে দেখুন আগের মত ফন্ট সমস্যা আর নাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন