ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

চলুন দেখে আসি কল রেকর্ড করার জন্য জনপ্রিয় ৫ টি অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন!



আমরা অনেক জানি ফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ফোনে ডিফল্ট কল রেকর্ডার অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত করে। কিন্তু, সম্প্রতি তারা কিছু কিছু হ্যান্ডসেট থেকে ডিফল্ট কল রেকর্ডার  অপশন ড্রপ করা হয়েছে। যদি আপনার ফোনে কল রেকর্ডার অপশন অনুপস্থিত হয়ে থাকে, তাহলে আপনি অ্যাপস মার্কেট থেকে ফ্রী এবং প্রিমিয়াম কল রেকর্ডার অ্যাপ্লিকেশন ব্যাবহার করতে পারবেন। মনে রাখবেন ডিফল্ট কল রেকর্ডারের চাইতে কল রেকর্ডার অ্যাপ্লিকেশন অনেক ভাল এবং ইউজার ফ্রেন্ডলি। কল রেকর্ডার অ্যাপ্লিকেশনে অনেক সুন্দর সুন্দর ফিচার পাবেন যে ফিচার আপনার কাজ বা উদ্দেশ্যকে সফলভাবে সম্পাদন করবে। আমরা এখানে কিছু কল রেকর্ডার অ্যাপ্লিকেশন দেখব যেগুলো ফ্রী ভাবে ব্যাবহার করা যায়। তাহলে চলুন দেখে আসি কল রেকর্ড করার জন্য জনপ্রিয় ৫ টি আন্ড্রইয়েড অ্যাপলিকেশন!
কল রেকর্ডার (Call Recorder)
আন্ড্রইয়েড ফোনের জন্য কল রেকর্ড করার জন্য সেরা একটি অ্যাপলিকেশন হচ্ছে কল রেকর্ডার। এই অ্যাপ্লিকেশন  ব্যবহারকারীর কল রেকর্ডের সমস্ত প্রয়োজন মেটাতে এবং কল রেকর্ডের পূর্ণ নিয়ন্ত্রণ দিতে সক্ষম। এই অ্যাপলিকেশনে আপনি উচ্চ মানের MP3 ভয়েস কল রেকর্ড করতে পারবেন, স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং ড্রপবক্সে আপলোড, ব্যক্তিগত কথোপকথন সমূহ পাসকোড সেট করতে পারেন, কথোপকথনের অংশ ইডিট ও কাট করতে পারবেন, কল রেকর্ডয়ের সময় নতুন কল গ্রহণ সহ আরো অনেক ফিচার এই অ্যাপলিকেশনে পাবেন। এখান থেকে ডাউনলোড 
আরএমছি অ্যান্ড্রয়েড কল রেকর্ডার (RMC)
অ্যান্ড্রয়েড ফোনে যে কোন কল রেকর্ড করার জন্য আরএমছি অ্যান্ড্রয়েড কল রেকর্ডার খুবি ভাল একটা অ্যাপলিকেশন। এই অ্যাপলিকেশনে বেশ কিছু ভাল ফিচার আছে তার মধ্য অন্যতম হল সংরক্ষিত রেকর্ডিং বিবরণ চেক করতে এবং কথোপকথন ইডিট ও প্রত্যাহার করতে পারবেন, রেকর্ড ফাইল রিনেম, রেকর্ড ব্যাকআপ এবং পুনঃস্থাপন সেটিং, সাপোর্ট mp3, amr, MP4, 3GP এবং WAV অডিও ফরম্যাট এবং আরো অনেক ফিচার। এখান থেকে ডাউনলোড
কল রেকর্ডার ফ্রী (Call recorder (Free)
কল রেকর্ডিং সহ আরো বেশ কিছু অসাধারণ ফিচার আপনি এই অ্যাপলিকেশনে পাবেন। তার মধ্য কিছু ভাল ফিচারে মধ্য অন্যতম হচ্ছে অটোমেটিক রেকর্ড এবং সেভ, রেকর্ডিং মূল্যবান স্থানে পরিবর্তন, গুরুত্বপূর্ণ রেকর্ড মার্ক করতে পারবেন যাতে রেকর্ড ডিলেট না হয়, রেকর্ড শেয়ারিং অপশন, স্বয়ংক্রিয় রেকর্ডিং ক্লিনিং, টেলিফোন কথোপকথন রেকর্ডিং, অন্তর্মুখী ও বহির্মুখী কলের জন্য পৃথক সেটিংস সহ আরো অনেক ফিচার। এখান থেকেডাউনলোড
টোটাল রিকল কল রেকর্ডার (Total Recall Call Recorder)
কল রেকর্ড করার জন্য নির্ভরযোগ্য একটি অ্যাপলিকেশন হল টোটাল রিকল কল রেকর্ডার। কল রেকর্ডয়ের এই অ্যাপলিকেশনে অনেক ভাল ফিচার আছে যেমন, উচ্চ মানের MP3 ভয়েস কল রেকর্ড, স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং সমূহ ড্রপবক্স সহ অন্যান্য ক্লাউড স্টোরে আপলোড করার সুবিধা, সাপোর্ট WAV, 3GPP ও MP3 ফরম্যাট, স্বয়ংক্রিয় কল রেকর্ডার, ম্যানুয়াল, উইজেট, ইনকামিং, বা বহির্মুখী কল রেকর্ড, পাসওয়ার্ড সুরক্ষা সহ আরো অনেক ফিচার। এখান থেকে ডাউনলোড 
অটোম্যাটিক কল রেকর্ডার (Automatic Call Recorder)
স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ড করার জন্য সত্যিই ভাল একটা অ্যাপলিকেশন হচ্ছে অটোম্যাটিক কল রেকর্ডার। এই অ্যাপলিকেশনে মাধ্যমে আপনার রেকর্ডিং সমূহ মিডিয়া প্লেয়ার দিয়ে শুনতে পারবেন এবং অন্য কোন ব্যাক্তি যাতে রেকর্ডিং অ্যাক্সেস করতে না পারে সে জন্য পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং আরো ফিচার আছে যেমন, স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং / বহির্গামী ফোন কল রেকর্ড করার সুবিধা, ক্লাউড স্টোরেজ সুবিধা, রেকর্ডিং ইমেইল ও এমএমএস মাধ্যমে সেন্ড করা সুবিধা এবং আর অনেক। এখান থেকে ডাউনলোড
আজকের মত এখানেই শেষ করছি, আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে হাজির হতে পারব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন