ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

রবিবার, ৮ মার্চ, ২০১৫

ভালো ফোল্ডার লক খুজছেন? তাহলে আপনার জন্য Iobit Protected Folder সঙ্গে কী ফাইল


হ্যালো বন্ধুরা আসা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফোল্ডার লক রাখার সফটওয়্যার । এটি দিয়ে আপনি যা যা করতে পারবেন তা হলো, আপনার প্রয়োজনীয় ফোল্ডার টি লক করে রাখতে পারবেন, ফলে আপনি ছাড়া অন্য কেউ সেটিতে প্রবেশ করতে পারবে না। বেষ্ট হাইড সিষ্টেম। আপনি চাইলে এটি দিয়ে আপনার ওই ফোল্ডার টি হাঈড ও করে রাখতে পারবেন এতে সো হিডেন ফাইল দিলেও ওই হাইড করা ফোল্ডার টি সো করবে না। আপনি  চাইলে পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেন করতে পারবে না। আর এটিতে রয়েছে বিশেষ সিকিউরিটি ব্যাবস্থা, আপনি ছাড়া কেউ এটিকে আনইনষ্টল ও করতে পারবে না, কারন এসে পাসওয়ার্ড লাগবে যা কেবল আপনি ই জানেন। তবে মনে রাখবেন আন ইনষ্টল হলে আপনার সকল হিডেন করা ফোল্ডার আর লক করা ফাইল আনলক হয়ে যাবে। সফটওয়্যার টির নামঃ Iobit Protected Folder 



নিচে কিছু স্কিনশর্ট দেওয়া হলঃ




orbit 2

orbit 3
orbit 4




আনইনষ্টল করতে গেলে এমন আসবেঃ

orbit uninstall


রেজিষ্টেশনঃ

সফটওয়্যার টি ওপেন করে নিচের Register বাটন এ ক্লিক করুন ( ৩য় স্কিনশর্ট এর গোলাপী মার্ক অংশ) । তার আগে ইন্টারনেট অফ করে নিন। ডাউনলোড করা Read me.txt টি ওপেন করুন। সেখান থেকে যেকোন একটি সিরিয়াল কি কপি করুন আর সফটওয়্যার এ পেষ্ট করুন। এবার Active বাটন এ ক্লিক করুন। ইন্টারনেট ডিএকটিভ লেখা আসবে। এবার সেটি ক্লোজ এবং রেজিষ্টেশন পেইজ টা  করুন দেখবেন রেজিষ্টেশন হয়ে গেছে…
এবার ইন্টারনেট অন করুন আর কোন সমস্যা নেই… উপভোগ করুন।



এখন ডাউনলোড করুন অসাধারন এই ফোল্ডার প্রোটেক্ট সফটওয়্যার টি…

                                                                 ডাউনলোড লিঙ্কঃ 



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন