ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

শনিবার, ৭ মার্চ, ২০১৫

অ্যাপস্টোর থেকে জেনুইন ভাবে আইফোনের পেইড অ্যাপস কীভাবে ফ্রীতে ডাউনলোড করবেন।


আপনারা যারা iOS ব্যাবহারকারি তাদের জন্য এই পোস্ট। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কাজের কথায় আসি।
কীভাবে করবেনঃ
১. প্রথমে আপনার ডিভাইসের (iPhone/iPad/iPod) Safari Browser থেকে http://www.featurepoints.com প্রবেশ করুন।
২. Feature Points অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল এর সময় আপনাকে একটি Profile ইন্সটল করতে বলা হবে। আপনি সেটি ইন্সটল করুন। চিন্তা করবেন না এটা নিরাপদ।
৩. ইন্সটল করার পর প্রথমবার Feature points অ্যাপটি ওপেন করার সময় আপনাকে একটি Referral Code দিতে বলা হবে আপনি সেখানে এই কোডটি লিখুনঃ XQFAH6 এটা লিখলে আপনি অতিরিক্ত 50 Points পাবেন। আর এই অপশনটি আপনি শুধু একবারই ইন্সটল এর পর পাবেন সুতরাং ঠিক মত লিখুন
Feature Points
৪. উপরের ছবির মত, ইন্সটল করার পর Feature Points অ্যাপটি ওপেন করার পর দেখবেন App offer এর ভিতর কত গুলো অ্যাপ আছে যেগুলো ডাউনলোড করার পর ৩০/৬০ সেকেন্ড শুধু আপনাকে খেলতে/ইউজ করতে হবে।যার মাধ্যমে আপনার পয়েন্টস সংগ্রহ করবেন। পয়েন্টস পাওয়ার পর উক্ত অ্যাপটি ডিলিট করে দিলেও কোন প্রবলেম নেই। আর এভাবেই অ্যাপ ডাউনলোড করে করে আপনি পয়েন্টস সংগ্রহ করবেন। বোঝার সুবিধার্থে বলছি উপরের ছবিতে দেখুন, প্রথম অ্যাপটি আপনি ডাউনলোড করলে 100 পাবেন।
৫. আমাদের দেশে দেয়া App offer এর পয়েন্ট নিতান্তই কম হয়। তাই আপনারা অ্যাপ স্টোর থেকে যেকোনো VPN Apps ইন্সটল করে IP change করে Canada বা USA এর IP ইউজ করবেন। তাহলে আপনি অনেক ভাল APP Offer পাবেন। আমি নিজেও Canadar IP বেবহার করি। এতে করে ১০০/৩০০ points ও পাওয়া যায় একটি App ডাউনলোড করেই । VPN এর জন্য F-secure Freedom বা SurfEasy VPN Apps অনেক ভাল কাজ করে, এগুলো আপনারা AppStore এ খুজলেই পাবেন।আর সবসময় VPN App ইউজ করতে না চাইলে সেক্ষেত্রে just Feature Points apps ওপেন করার পুরবে VPN Apps Connect করে নিবেন
Feature Points
উপরের ছবির মত, আপনার সংগ্রহ করা পয়েন্টস এর ভিত্তিতে Feature Points এর Rewards সেকশন থেকে Choose your Own App এ ক্লিক করলে একটি Search option পাবেন, শেখান থেকে আপনার পছন্দের অ্যাপ সিলেক্ট করে Claim করবেন। তখন আপনাকে একটি Redeem Code দেয়া হবে. উক্ত Code পাওয়ার পর Add this app to your iTunes account এ ক্লিক করলেই Appstore ওপেন হয়ে আপনার App ডাউনলোড হওয়া শুরু করবে।
Android ইউযারাও চাইলে Google Play থেকে Feature points App ইন্সটল করে নিতে পারেন এই লিঙ্ক থেকে অথবা Play Store এ Search করলেও পেয়ে যাবেন Feature points. Android এর ক্ষেত্রে ৬০০০ points হলে আপনি $10 ডলার এর google play gift card পাবেন যা দিয়ে Play Store থেকে Purchase করতে পারবেন।
সব চাইতে গুরুত্ব পূর্ণ বিষয় হচ্ছে, Feature Points হতে App Offer সেকশন থেকে আপনাকে দেয়া আফার থেকে অ্যাপ ডাউনলোড করে পয়েন্টস জমাতে হবে। আর আফার যেহেতু সব সময় থাকে না তাই সপ্তাহে দুই/৩ দিন অ্যাপটি ওপেন করে কোন App Download অফার থাকলে সেই Apps ডাউনলোড করে পয়েন্টস জমা করবেন। আর অনেককেই দেখলাম অ্যাপটি ইন্সটল করতে কিন্তু তারা App Offer সেকশন থেকে কিছুই ডাউনলোড করেননি। এভাবে শুধু Feature Points ইন্সটল করলেই হবে না, আপনাকে দেয়া App offer সেকশন থেকে নিয়মিত ডাউনলোড করতে হবে Points জমা করার জন্য।
বি:দ্র: আপনার আনলিমিটেড Cellular data plan/ Wifi থাকতে হবে কারন আপনাকে অনেক অ্যাপ ডাউনলোড করতে হবে পয়েন্ট সংগ্রহ করার জন্য।
আমি নিজে এই পর্যন্ত যেই পেইড আপগুলো Appstore থেকে ডাউনলোড করেছি feature points ইউজ করে তার ছবি দিলাম।
Feature Points Reward
এই প্রসেসটা কেন ফলো করবেন ???
১. অ্যাপ ক্রাশ করার ভয় নেই।আনজেইলব্রোকেন ডিভাইসে যেমনটা হরহামেশাই হয়।
২. iOS আপডেট দেয়ার ভয় নেই কারন Cydia কাজ করুক বা না করুক তাতে আপনার কিছু যায় আসে না।
৩. কিছু কিছু প্রিয় অ্যাপ আছে যেগুলো নিজের অ্যাকাউন্ট এ সবসময় রাখতে হয়। কিন্তু iTunes credit না থাকার কারনে সেগুলো আমাদের কিনা হয় না।
৪. সবচাইতে বড় কথা এই অ্যাপ গুলো জেনুইন ভাবে Appstore থেকে ডাউনলোড করা তাই আপডেট করা বা যে কোন ডিাভাইসে যখন খুশি যতবার খুশি ডাউনলোড করা ইত্যাদি করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। মোট কথা এইগুলো হচ্ছে Appstore থেকে Purchase করা অ্যাপ।
৫. আর কিছু কিছু অ্যাপ আছে যেগুলো পাইরেটেড ভার্সন ইউজ করা অনেক ঝামেলার। যেমনঃ Puffin web browser, modern combat 5 etc.
যারা এখনো কনফিউজ়ড তাদের বলবো গুগল এ Feature Points দিয়ে সার্চ দিন তাহলেই বুঝবেন লক্ষ লক্ষ মানুষ এটা ব্যাবহার করে। ফেসবুকেও চাইলে এই লিঙ্ক থেকে দেখতে পারেন । আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। এই কামনায়.........

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন