ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

বাসায় বসেই নিজের পাসপোর্ট সাইজ (Passport Size) ছবি তুলুন


আমরা প্রায় সবাই পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য স্টুডিওতে যাই।কিন্তু অনেক ক্ষেত্রে জরুরী ছবি তোলার ক্ষেত্রে স্টুডিও বন্ধ থাকলে ঝামেলা হয়।তাছাড়া অনলাইনে ছবি দিতে গিয়ে স্ক্যান করা লাগে,সেটার ফলে ছবির কোয়ালিটি খারাপ হয়।আমরা চাইলে খুব সহজেই নিজের পাসপোর্ট সাইজ ছবি নিজেই তুলতে পারি।আমি এখানে সেটাই শেখাবো।এটা নতুনদের উপকারে আসবে আশা করি…
1
স্টেপ ১-প্রথমে এরকম ১টা ছবি তুলুন(self timer দিয়ে তোলা যেতে পারে)।এরপর সেটা Adobe Photoshop এ নিন।
2
স্টেপ ২-Image>Adjustment>selective colours এ গিয়ে এভাবে ঠিক করুন চেহারা।সাধারণত লাল এবং হলুদ রঙ এর পরিমাণ বেশী থাকে।সেগুলো সিলেক্ট করে Yellow এবং Black কে বামে সরিয়ে চেহারারcolor ঠিকঠাক করুন

3
স্টেপ ৩-এবার Background Colour পরিবর্তন করে আসমানী কিংবা নীল রাখুন।
4স্টেপ ৪-এবার Polygonal lasso toolব্যবহার করে(চিত্রে লাল মার্ক করা অংশ) চেহারার চারপাশ এভাবে ঘিরে ফেলুন।
5
স্টেপ ৫-ঘেরা হলে ctrl+x চাপুন অথবা উপরের দিকে গিয়ে Edit>Cut  করুন।
6
স্টেপ ৬-এভাবে পুরো অংশের Background ঠিক করুন।এরপর প্রয়োজন মত Crop করুন।সেজন্য চিত্রে উল্লিখিত ঘরে প্রয়োজনীয় Ratio (যেমন ৩০০x৩০০ কিংবা ৪৭৫x৩৭৫(এটা স্টুডিওতে রাখে)কিংবা যেটা প্রয়োজন) সেট করুন।

Resize:বিভিন্ন অনলাইন ফর্ম পূরণের জন্য বিভিন্ন সাইজের পাসপোর্ট ছবি দাবি করা হয়।সেসবের জন্য মূল ছবি ফটোশপে এনে Image>Image size এ গিয়ে চিত্রে প্রদর্শিত উপায়ে সাইজ ঠিক করুন।এসময় উপরের দিকে(সবুজ অংশে ঘেরা) ছবির সাইজ কিলোবাইটে দেখতে পাবেন।
7

3 মন্তব্য(গুলি):